For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১শে জানুয়ারি হোয়াইট হাউসে শুরু হতে চলেছে ট্রাম্পের ইমপিচমেন্ট প্রক্রিয়া

২১শে জানুয়ারি হোয়াইট হাউসে শুরু হতে চলেছে ট্রাম্পের ইমপিচমেন্ট প্রক্রিয়া

  • |
Google Oneindia Bengali News

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক ইমপিচমেন্ট শুনানির জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু মার্কিন সেনেটের। সূ্ত্রের খবর, আগামী ২১শে জানুয়ারি শুরু হতে পারে ট্রাম্পের ইম্পিচমেন্ট প্রক্রিয়া।

হোয়াইট হাউসে জমা হচ্ছে ইমপিচমেন্টের যাবতীয় নথিপত্র

হোয়াইট হাউসে জমা হচ্ছে ইমপিচমেন্টের যাবতীয় নথিপত্র

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই শুনানি হতে চলেছে। আগামী কয়েক দিনের মধ্যেই মার্কিন সেনেটের প্রতিনিধি পরিষদ ট্রাম্পের ইমপিচমেন্ট শুনানির যাবতীয় নথি হোয়াইট হাউসে পাঠাবে বলেও জানা যাচ্ছে।

অভিযোগ মূলত দুটি

অভিযোগ মূলত দুটি

প্রতিনিধি পরিষদ মূলত ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগ এনেছে। প্রথমত ক্ষমতার অপব্যবহার। দ্বিতীয়ত প্রতিনিধি পরিষদে ক্ষমতা খাটানো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ২৫ জুলাই একটি টেলিফোনের কথোপকথন নিয়েই প্রধান অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে।

প্রথম অভিযোগে বলা হয়েছে, ট্রাম্প আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করতে ইউক্রেনের অযথা চাপ ও বল প্রয়োগ শুরু করেন। তার পরিবর্তে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা তহবিল অনুমোদন দেওয়ার প্রতিশ্রুতি দেন বর্তমান রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে প্রতিনিধি পরিষদে এই বিষয়ের তদন্ত আটকে দেয়ার চেষ্টার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে।

হতে চলেছে রিপাবলিকান-ডেমোক্রাট ভোট-যুদ্ধ

হতে চলেছে রিপাবলিকান-ডেমোক্রাট ভোট-যুদ্ধ

বর্তমানে মার্কিন সেনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। তাদের রয়েছে ৫৩ ভোট। অপরদিকে ডেমোক্র্যাটদের কাছে ৪৭টি ভোট রয়েছে। এখন ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে প্রয়োজন ৬৭টি ভোট।

এমতাবস্থায় একাধিক সেনেটরদের কাছ থেকেই মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। অন্যদিকে ইতিমধ্যে প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসি, পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির প্রধান এ্যাডাম শিফের পাশাপাশি যিনি জেলেনেস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপের বিষয়টি ফাঁস করেছিলেন তাকেও উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

<strong> ‌সিএএ নিয়ে কেরলের চ্যালেঞ্জ, শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করবে সুপ্রিম কোর্ট</strong> ‌সিএএ নিয়ে কেরলের চ্যালেঞ্জ, শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করবে সুপ্রিম কোর্ট

English summary
Trump's impeachment process began in the White House in this month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X