For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হু-কে ৩০ দিনের 'সময়সীমা' দিলেন ডোনাল্ড ট্রাম্প! করোনা নিয়ে চরম হুঁশিয়ারি মার্কিন মুলুক থেকে

  • |
Google Oneindia Bengali News

আগেই মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন যে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে আর অনুদান দিতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্র। করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশ্বস্বাস্থ্য সংস্থার ব্যর্থতাকে তুলে ধরেই এমন বার্তা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সরাসরি বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস গ্যাবরিয়েসসকে চিঠি দিয়ে চরম হুঙ্কার দিল আমেরিকা।

৩০ দিনের সময়সীমা দিয়ে হুঁশিয়ারি

৩০ দিনের সময়সীমা দিয়ে হুঁশিয়ারি

একটি সাম্প্রতিক চিঠিতে নিজের অবস্থান স্পষ্ট করে মার্কিন প্রেসিডেন্ট সাফ বার্তায় জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে যদি বিশ্বস্বাস্থ্য সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযোগ্য ব্যবস্থা না নেয়, তাহলে হুয়ের জন্য যে সাম্প্রতিক অনুদান আমেরিকা বন্ধ করেছে, তা চিরস্থায়ী করা হবে। অর্খাৎ স্থায়ীভাবে হু-কে অনুদান দেওয়া বন্ধ করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

একাধিক হুঁশিয়ারি

একাধিক হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট আরও একধাপ এগিয়ে হু য়ের প্রতি আক্রমণ শানিয়ে সাফ জানায় যে , বিশ্বস্বাস্থ্য সংস্থায় যে মার্কিন সদস্যপদ রয়েছে, তাও আমেরিকার সরকার প্রত্যাহার করে নিতে পারে যদি আগামী ৩০ দিনের মধ্যে বিশ্বের করোনা পরিস্থিতি ইতিবাচক দিকে না যায়।

 চিনকে ঘিরে সন্দেহ

চিনকে ঘিরে সন্দেহ

মার্কিন মুলুকের দাবি, যে সমস্ত রিপোর্ট চিনকে নিশানায় রাখছে , সেগুলি নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে ব্যর্থ হয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এমনকি উহান কেন্দ্রিক বহু তথ্যই নিরপেক্ষবাবে তদন্ত করেনি হু বলে দাবি আমেরিকার।

রাজনৈতিক কারণ!

রাজনৈতিক কারণ!

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকেই উহান সম্পর্কে বহু তথ্যই জানত হু। তবে , তা বিশ্বের কাছে তুলে ধরেনি তারা। এর নেপথ্যে বড় কোনও রাজনৈতিক কারণ থাকতে পারে বলে দাবি ট্রাম্পের।

<strong>চিনের পথেই ভারতের সঙ্গে সীমান্ত-সংঘাতে এবার নেপাল! নয়া রাজনৈতিক পদক্ষেপে চাঞ্চল্য </strong>চিনের পথেই ভারতের সঙ্গে সীমান্ত-সংঘাতে এবার নেপাল! নয়া রাজনৈতিক পদক্ষেপে চাঞ্চল্য

English summary
Trump writes to WHO chief, gives threat on Corona situation improvement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X