For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়া ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি অবশেষে বাতিল করার ঘোষণা করেই ফেললেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমী বন্ধুদের কথায় কর্ণপাত না করে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি অবশেষে বাতিল করার ঘোষণা করেই ফেললেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এদিন মার্কিন সময় দুপুর ২টোর পরে এই ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে ইরানের উপরে পারমাণবিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণাও করেছেন মার্কিন রাষ্ট্রপতি। আমেরিকার মাটিকে আর রক্তাক্ত হতে দিতে চান না তিনি। এই বলেই ইরানের সঙ্গে চুক্তি বাতিল করেন ট্রাম্প।

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প বলেছেন, ইরান সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। সেটা কখনও কাম্য নয়। আর চুক্তি চলতে থাকলে ইরানও পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠবে। তাই যে চুক্তি আগে হয়েছে তা বাতিল করা হল। লেবাননের হিজবোল্লাহ, প্যালেস্তাইনের হামাস ও আল কায়েদার মতো সন্ত্রাসবাদী সংগঠনকে ইরান মদত দিচ্ছে বলে এদিন অভিযোগ করেছেন ট্রাম্প।

২০১৫ সালে বারাক ওবামার আমলে বিশ্বের প্রথম শ্রেণির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ব্রিটেন, ফ্রান্স, চিন, রাশিয়া ও জার্মানি মিলে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সই করেছিল। তবে এবার ট্রাম্পের আমেরিকা তা থেকে পিছিয়ে এল। যদিও বাকী দেশগুলি চুক্তি অক্ষুণ্ণ রাখবে বলে জানিয়েছে। ট্রাম্প যাতে চুক্তি না ভাঙেন সেজন্য ব্রিটেন সরকারের তরফে চেষ্টাও করা হয়েছিল ট্রাম্পকে বোঝানোর। এক্ষেত্রে ফ্রান্স, জার্মানির মতো দেশ ইংল্যান্ডের সঙ্গে রয়েছে।

ট্রাম্পের উল্টো মতই পোষণ করছে বাকী দেশগুলি। ট্রাম্প মনে করেছেন. চুক্তি থাকলে ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠতে সাহায্য করা হবে। পরে সেই শক্তি সন্ত্রাসবাদীদের হাতে চলে যেতে পারে। অন্যদিকে বাকী দেশগুলি মনে করছে, চুক্তি থাকলে তার সীমাবদ্ধতায় আটকে থাকত ইরান। ফলে নিষেধাজ্ঞার কারণে পারমাণবিক অস্ত্র তৈরি অত সহজ হতো না। তবে এখন ইরানের যা খুশি করার পথ আমেরিকা চুক্তি বাতিল করে প্রশস্ত করার সুযোগ দিল।

English summary
President Trump declared on Tuesday that he was pulling out of the Iran nuclear deal, unraveling the signature foreign policy achievement of his predecessor, Barack Obama, and isolating the United States among its Western allies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X