For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকায় কি বাজতে শুরু করল ট্রাম্পের বিদায় ঘণ্টা, কোনদিকে ঝুঁকবেন মার্কিন ভোটাররা?

Google Oneindia Bengali News

আমেরিকায় শুরু হল প্রেসিডেন্সিয়াল নির্বাচন। নিউ হ্যাম্পশায়ারে ব্যালট বাক্সে ভোটগ্রহণের মাধ্যমে শুরু হয় সেদেশের নির্বাচনের ভোটগ্রহণের মূল পর্ব। আমেরিকায় প্রেসিডেন্সিয়াল নির্বাচনে মুখোমুখি দুই প্রার্থী- ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। সর্বশেষ খবর অনুযায়ী, আমেরিকা-কানাডা সীমান্ত লাগোয়া নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট জনপদ ডিক্সভিল নচ-এর পাঁচটি ভোট গেল বাইডেনের দখলে।

৪ বছরের রাজনৈতিক জীবনে চিরসঙ্গী ছিল বিতর্ক, একনজরে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি৪ বছরের রাজনৈতিক জীবনে চিরসঙ্গী ছিল বিতর্ক, একনজরে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি

ট্রাম্প বনাম বাইডেন

ট্রাম্প বনাম বাইডেন

একদিকে আমেরিকানদের স্বার্থ রক্ষার প্রসঙ্গ তুলে লড়ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী। অন্যদিকে, করোনা নিয়ে ট্রাম্পের নীতির সমালোচনা করে তাঁকে হারাতে ময়দানে প্রস্তুত ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন।

বাইডেন ও কমলার হয়ে প্রচারে নামেন ওবামা

বাইডেন ও কমলার হয়ে প্রচারে নামেন ওবামা

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তাঁর রানিং মেট তথা সেনেটর কমলা হ্যারিসের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রচারে গিয়ে ওবামা বলেন, 'ট্রাম্পের মতো ডেমোক্র্যাটিক দলের কোনও প্রেসিডেন্ট যদি আচরণ করেন, তাহলে তাঁকে আমি সমর্থন করব না।'

করোনা ভাইরাসের প্রতিরোধে ব্যর্থ ট্রাম্প?

করোনা ভাইরাসের প্রতিরোধে ব্যর্থ ট্রাম্প?

করোনা ভাইরাসের প্রতিরোধ ও সেই সংক্রান্ত নীতি নিয়ে প্রথম থেকেই সমালোচনার মুখে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও নির্বাচনী প্রচার থেকে আমেরিকাবাসীর স্বার্থকে প্রাথমিক গুরুত্ব বলে তুলে ধরার চেষ্টা করেছেন ট্রাম্প। এমনকী চিনের প্রতি নরম পন্থা মনোভাব নিয়ে জো বাইডেনকে কটাক্ষ করেন তিনি।

মার্কিন সমাজের মেরুকরণ

মার্কিন সমাজের মেরুকরণ

এদিকে আমেরিকার সমাজে এই রকম মেরুকরণ এর আগে কখনও হয়নি। সে দেশের প্রধান দুই রাজনৈতিক দল এবং তাঁদের কেন্দ্রীয় নেতৃত্ব, যাঁরা এত দিন বিদেশনীতি এবং অর্থনৈতিক নীতির প্রশ্নে জাতীয় সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতেন, তাঁরাই এখন চরম ডানপন্থী বা চরম বামপন্থী অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিচ্ছেন।

নির্বাচনের পর হিংসার আশঙ্কা

নির্বাচনের পর হিংসার আশঙ্কা

আমেরিকার বড় শহরগুলির বড় বড় বেসরকারি এবং বাণিজ্যিক ভবনগুলি এখন সে দেশের প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সময়ে প্রবল হিংসার আশঙ্কা করছে। এই ধরনের ভয় বা আশঙ্কার ঘটনা অভূতপূর্ব। সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দলীয় সমর্থকদের বলেছেন যে, তিনি যদি দ্বিতীয় বার ক্ষমতায় না আসতে পারেন, তা হলে এই নির্বাচনের ফল না মানতে। এটা একেবারেই অভূতপূর্ব একটা ঘটনা। এই আবহেই নির্বাচনের মূল পর্ব শুরু হল সেদেশে।

English summary
Trump vs Biden, US Elections 2020, voting starts in USA as ballots started to fill in New Hampshire
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X