For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের নাগরিকদের চাকরির সুরক্ষা, নতুন পদক্ষেপের পথে আমেরিকার প্রেসিডেন্ট

করোনা সংক্রমণের প্রভাব পড়েছে বিশ্বের অর্থনীতি। প্রতিটি দেশই নিজের মতো করে পরিস্থিতির মোকাবিলা করতে চাইছে। এখনও পর্যন্ত করোনার সংক্রমণে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়।

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের প্রভাব পড়েছে বিশ্বের অর্থনীতি। প্রতিটি দেশই নিজের মতো করে পরিস্থিতির মোকাবিলা করতে চাইছে। এখনও পর্যন্ত করোনার সংক্রমণে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়। প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, অভিবাসন সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হবে।

টুইটে ট্রাম্প জানালেন সিদ্ধান্ত

টুইটে ট্রাম্প জানালেন সিদ্ধান্ত

করোনা ভাইরাসের সংক্রমণকে অদৃশ্য শত্রু বলে বর্ণনা করেছেন তিনি। এই পরিস্থিতিতে আমেরিকার নাগরিকদের টাকরি বাঁচানো জরুরির বলেও মত প্রকাশ করেছেন তিনি। একজিকিউটিভ অর্ডার পাশ করিয়ে সাময়িকভাবে অভিবাসন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বেকারত্বের সুবিধা দাবি, বাড়ছে সংখ্যা

বেকারত্বের সুবিধা দাবি, বাড়ছে সংখ্যা

গত মাসে আমেরিকায় বেকারত্বের সুবিধা দাবি করেছিলেন প্রায় ২২ মিলিয়ন আমেরিকাবাসী। এপ্রিলে এই সংখ্যাটা আরও বাড়ছে। করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাব পড়েছে অর্থনীতির সব ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রগুলি বন্ধ হয়ে গিয়েছে কিংবা একেবারে সংকুচিত হয়ে পড়েছে। খুচরো বিক্রি রেকর্ড কমে দিয়েছে। ১৯৪৬ সালের পর থেকে এমন ধস দেখেনি আমেরিকা।

করোনা ভাইরাস সংক্রমণের জেরে সব থেকে বেশি মৃত্যু আমেরিকায়

করোনা ভাইরাস সংক্রমণের জেরে সব থেকে বেশি মৃত্যু আমেরিকায়

করোনা ভাইরাসের সংক্রমণের জেরে এখনও পর্যন্ত সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আমেরিকায়। আক্রান্তের সংখ্যা সাড়ে সাতলক্ষ পেরিয়ে গিয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা ৪০ হাজার পেরিয়ে গিয়েছে।

আমেরিকার স্থানীয় সরকারগুলি জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। যাতে ৯০ শতাংশের বেশি আমেরিকাবাসী করোনার সংক্রমণ ঠেকাতে পারেন।

English summary
Trump to temporarily suspend immigration into US as Coronavirus infection rises
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X