For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকা এবার থেকে 'মেধাভিত্তিক ভিসা' প্রদানের দিকে ঝুঁকছে! মার্কিন প্রেসিডেন্টের বড় বার্তা

  • |
Google Oneindia Bengali News

২০২০ পর্যন্ত আপাতত মার্কিন এইচ ওয়ান বি ভিসা ব্যবস্থায় বড়সড় সংস্কারের ডাক দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত ২০২০ পর্যন্ত এইচওয়ানবি ভিসা সাসপেনশনের দিকে ঝুঁকে গিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে , কিছু ক্ষেত্রে মেধার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে পারে মার্কিন প্রশাসন। এমনই বার্তা দিয়েছেন ট্রাম্প।

'মেধা ভিত্তিক ভিসা প্রদানের দিকে..'

'মেধা ভিত্তিক ভিসা প্রদানের দিকে..'

'মেধা ভিত্তিক ভিসা প্রদানের দিকে এগোচ্ছি ', হোয়াইট হাউসে খোদ মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা করেন এইচ ওয়ান বি ভিসা নিয়ে। মেধার ভিত্তিতে অভিভাসনের দিকেই এবার ঝুঁকতে শুরু করেছে ট্রাম্প সরকার। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের এই পদক্ষেপ ভোটকে নজরে রেখেই এগোচ্ছে বলে মনে করা হচ্ছে।

 কেন এমন পরিস্থিতি?

কেন এমন পরিস্থিতি?

গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে চাকরির জন্য হাহাকার শুরু হয়েছে। করোনার জেরে লকডাউন মার্কিন অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে অভিভাসন আঁটোসাটো করে মার্কিনীদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে ভোচ বৈতরণী পার করতে চাইছে ট্রাম্প সরকার।

 মার্কিন নীতি কোন পথে?

মার্কিন নীতি কোন পথে?

স্বল্প খরচে বিদেশ থেকে কর্মচারীদের এনে আমেরিকায় কাজ করানোর প্রবণতা দেখা গিয়েছে বহু মার্কিনী সংস্থায়। যার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা কাজ হারাতেন। আর সেই প্রবণতা রোধেই এবার সচেষ্ট হয়েছেন ট্রাম্প।

অগ্রাধিকারে মেধাবীরা!

অগ্রাধিকারে মেধাবীরা!

মার্কিন প্রশাসন এই নয়া নীতির মাধ্যমে এইটুকু স্পষ্ট করে দিয়েছে, যে মার্কিন মুলুকে এবার থেকে এইচ ওয়ান বি ভিসার আওতায় কেবলমাত্র মেধাই অগ্রাধিকার পাবে। অন্যদিকে, এই নীতির জেরে আমেরিকানরাও চাকরি পাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফে।

সরকারের মানসিকতা নিম্নমানের! সর্বদল বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়ে মমতার সরকারকে আক্রমণ রাহুল সিনহারসরকারের মানসিকতা নিম্নমানের! সর্বদল বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়ে মমতার সরকারকে আক্রমণ রাহুল সিনহার

English summary
Trump Suspends H-1B Visas Till End of 2020 to Move to ‘Merit-based Immigration System
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X