For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬০ দিনের জন্য আমেরিকায় বড়সড় পদক্ষেপে সিলমোহর ট্রাম্পের! এল নয়া নির্দেশ

  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে আগেই অভিবাসন নিয়ে কড়া নির্দেশের কথা জানিয়ে ছিল ট্রাম্প প্রশাসন। আর এবার সেই নির্দেশে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর বসল। ফলে , অভিবাসন নিয়ে এবার কড়া পদক্ষেপে ট্রাম্প।

 কোন নির্দেশে স্বাক্ষর ট্রাম্পের?

কোন নির্দেশে স্বাক্ষর ট্রাম্পের?

আগামী ৬০ দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যেকোনও অভিবাসনকে স্থগিত করা হল। গ্রিন কার্ডের নতুন করে ইস্যু করার ওপর এমনই স্থগিতাদেশের নির্দেশে স্বাক্ষর করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

কাদের ক্ষেত্রে এটি কার্যকরী হবে?

কাদের ক্ষেত্রে এটি কার্যকরী হবে?

ট্রাম্পের এই নয়া নির্দেশের ফলে , মার্কিন মুলুকে যাঁরা চাকরি সূত্রে থাকতে চাইছিলেন বৈধভাবে তাঁদের সমস্যা হবে। তবে , যাঁরা গ্রিন কার্ডের দৈলতে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তাঁদের ক্ষেত্রে এই নতুন নির্দেশ লাগু হবে না। ফলে প্রবাসী ভারতীয়রা , যাঁরা আমেরিকায় বসবাস করছেন, তাঁদের কোনও সমস্যা হবে না।

'খুবই শক্তিশালী নির্দেশ'

'খুবই শক্তিশালী নির্দেশ'

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এমন এক নির্দেশ 'খুবই শক্তিশালী' মার্কিনীদের জন্য। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই নির্দেশের ফলে করোনার আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের যুবকদের চাকরি নিশ্চিত করা যাবে। ফলে , করোনার অর্থনৈতিক সংকটে মার্কিনীদের ফেলে বিদেশ থেকে আসা মানুষের চাকরি নিশ্চিত করার বিষয়টি রোখা গিয়েছে। ট্রাম্পের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিনীদের ছেড়ে অন্যদের চাকরি দেওয়ার বিষয়টি 'অনৈতিক' ছিল।

নির্দেশের বিশেষ দিক

নির্দেশের বিশেষ দিক

নির্দেশে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের স্ত্রী, সন্তান যাঁরা আমেরিকায় থাকবার জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছেন,তাঁদের এই নির্দেশের আওতা থেকে বাদ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, করোনার জেরে লকডাউনের পর কাজ হারাবার আশঙ্কায় বহু মার্কিনী। তাঁদের কাজ নিশ্চিত করতেই ট্রাম্পের এই পদক্ষেপ।

English summary
Trump signs ‘very powerful order’, suspends issue of new green cards for 60 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X