For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন-মার্কিন দ্বন্দ্বের মাঝে ফের ট্রাম্পের বড়সড় 'অ্যাকশন' এর হুমকি! চড়ছে পারদ

  • |
Google Oneindia Bengali News

চিনের বিরুদ্ধে কিছুতেই ক্ষান্ত হতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ক্রমাগত চিনের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছে আমেরিকা। এরপর যতই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে, ততই চিনের বিরুদ্ধে ক্ষোভ শানাচ্ছেন ট্রাম্প। এদিন নতুন করে তিনি চিনের বিরুদ্ধে তোপ দাগেন।

'অ্যাকশনের কথা শুনতে পাবেন..'

'অ্যাকশনের কথা শুনতে পাবেন..'

এদিন হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ট্রাম্প চিনকে নিয়ে কোনও বড় সিদ্ধান্তের পথে যেতে চলেছেন। 'কোনও বড় অ্যাকশনের কথা শুনতে পাবেন, যা চিনের জন্য নেওয়া হচ্ছে।' এমনই বার্তা ট্রাম্পের নাম নিয়ে উঠে আসে হোয়াইট হাউস থেকে।

 পাওয়ার হাউস যুদ্ধ

পাওয়ার হাউস যুদ্ধ

এশিয়ার পাওয়ার হাউস চিনের সঙ্গে আমেরিকার সংঘাত এই মুহূর্তে চরমে। এর কারণে আসন্ন সপ্তাহেই একটি বড় সড় ঘটনা ঘটতে চলেছে বলে খবর। হোয়াইট হাউস সাফ বলেছে, কোনও মার্কিন প্রেসিডেন্ট আজ পর্যন্ত এভাবে চিনের বিরুদ্ধে মাথা তুলে সরব হননি। এই প্রথম ট্রাম্প কোনও বন্দোবস্ত করতে চলেছেন।

 লাদাখ নিয়ে ভারতের পাশে আমেরিকা

লাদাখ নিয়ে ভারতের পাশে আমেরিকা

অভূতপূর্বভাবে আগ্রাসী মনোভাব দেখিয়ে ভারতের সীমান্তে চিন হানা দিয়েছে বলে এদিন মন্তব্য করেন পম্পেও। তিনি বলেন, চিনের কমিউনিস্ট পার্টি ও তার সাধারণন সম্পাদক জিনপিংয়ের মধ্যে কোন পার্থক্য নেই। চিন যা করেছে , সারা বিশ্বে তার নজির নেই। আমেরিকার সচিব মাইক পম্পেও জানিয়েছেন, যেভাবে ভারত চিনা আগ্রাসনের জবাব দিয়েছে, তা প্রশংসাযোগ্য।

পম্পেও যা জানিয়েছেন

পম্পেও যা জানিয়েছেন

এর আগে মাইক পম্পেও জানিয়েছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তিনি বহুবার ফোনে কথা বলেছেন। চিন ভারতের সীমানায় এসে যা করেছে, তার যোগ্য় জবাব ভারত দিয়েছে বলে মন্তব্য করেন পম্পেও।

English summary
Trump Says ,You'll Be Hearing About Some Upcoming Actions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X