For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাইডেনের জয় ‘আটাকাতে’ শেষবেলাতেও নতুন ছক রিপাবলিকানদের, আদৌও প্রভাব পড়বে ফলাফলে?

বাইডেনের জয় ‘আটাকাতে’ শেষবেলাতেও নতুন ছক রিপাবলিকানদের, আদৌও প্রভাব পড়বে ফলাফলে?

  • |
Google Oneindia Bengali News

নভেম্বরের শুরুতেই ভোট পর্ব মিটলেও ট্রাম্প খোঁচাতেই আজও অস্থিরতা বিদ্যমান মার্কিন রাজনীতিতে। এমনকী আমেরিকার নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে এর আগে একাধিকবার আদলতেরও দ্বারস্থ হয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন তুলেছেন গণনা অন্যদিকে জানুয়ারির ২০ তারিখ পাকাপাকি ভাবে ট্রাম্পের হাত থেকে নব নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরিত হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই ইলেক্টোরাল ভোট গণনা নিয়ে বিতর্ক জিইয়ে রাখলো ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

বাইডেনের জয় ‘আটাকাতে’ শেষবেলাতেও নতুন ছক রিপাবলিকানদের, আদৌও প্রভাব পড়বে ফলাফলে?

সূত্রের খবর, আগামী ৬ জানুয়ারি ফের একবার ইলেকটোরাল কলেজের ভোট গণনার পর বাইডেনকে সরকারি ভাবে বিজয়ী ঘোষণা করতে পারে মার্কিন কংগ্রেস। যদিও ইতিমধ্যেই ৫৩৮টির মধ্যে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে আগেই জয় নিশ্চিত করেছে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। কিন্তু প্রথাগত নিয়মের কারণেই ৬ তারিখ গণনা প্রক্রিয়ার মাধ্যমে বাইডেনকে জয়ী ঘোষণা করতে চলেছে মার্কিন কংগ্রেস। আর সেখানে বাধ সাধতে উঠে পড়ে লেগেছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

সূত্রের খবর, জানুয়ারির ৬ তারিখেই ট্রাম্পে বিজয়ী শংসাপত্র পাওয়া আটকাতে নয়া পরিকল্পনা সাজিয়েছে ১৪০ জন রিপাবলিকান হাউস মেম্বার। গোটা ইলেক্টোরাল কলেজ প্রক্রিয়ায় গণনার বিরুদ্ধেই ভোট দিতে চলেছেন তারা। তবে এতে আমেরিকার নির্বাচনী ফলাফলে বিশেষ প্রভাব পড়বে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এর ফলে মার্কিন কংগ্রেসের তরফে নব নির্বাচিত প্রেসিডেন্টকে বিজয়ী ঘোষণার দিনক্ষণ পূর্ব নির্ধারিত সময়সূচী থেকে অনেকটাই পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

অধিকারী পরিবার ব্যক্তিগত আক্রমণ করে না, রাজনৈতিক মঞ্চই জবাব দেবে, ফিরহাদকে নিশানা সৌমেন্দুরঅধিকারী পরিবার ব্যক্তিগত আক্রমণ করে না, রাজনৈতিক মঞ্চই জবাব দেবে, ফিরহাদকে নিশানা সৌমেন্দুর

English summary
Donald Trump's Republican Party has new plans to prevent Joe Biden from winning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X