For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাত বাড়ালেন ন্যান্সি পালোসি, করমর্দনে নারাজ ট্রাম্প

হাত বাড়ালেন ন্যান্সি পালোসি, করমর্দনে নারাজ ট্রাম্প

Google Oneindia Bengali News

প্রেসিডেন্টকে দেখে স্বাভাবিক সৌজন্যে হাত বাড়িয়েছিলেন ডেমোক্র্যাট ন্যান্সি পালোসি। কিন্তু মুখ ফিরিয়ে বিলেন মার্কিন প্রেসিডেন্ট। ফের প্রকাশ্যে এলো তাঁ বহু চর্চিত সেই ঔদ্ধত্য। পাশ্চাত্য সংস্কৃতিতে ট্রাম্পের এই আচরণ অত্যন্ত অশোভন।

ন্যান্সির সঙ্গে হাত মেলাতে নারাজ ট্রাম্প

ন্যান্সির সঙ্গে হাত মেলাতে নারাজ ট্রাম্প

সমালোচকদের একেবারেই না পসন্দ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ধনী হওয়াও ঔদ্ধত্য তাঁর চলনে বলনে প্রতি মূহুর্তে প্রকাশ পেয়ে থাকে। গত পাঁচ বছরে নিজের এই ঔদ্ধত্য নিয়ে সমালোচিত হয়েছেন তিনি। কিন্তু তারপরেই স্বভাব বদলে নারাজ। তাই সকলের সামনেই ডেমোক্র্যাট ন্যান্সি পালোসির সঙ্গে হাত মেলাতে অস্বীকার করলেন তিনি।

ট্রাম্পের বড় সমালোচন ন্যান্সি

ট্রাম্পের বড় সমালোচন ন্যান্সি

প্রথন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচকের ভূমিকায় দেখা গিয়েছে ডেমোক্র্যাট ন্যান্সি পালোসিকে। স্পিকারের আসনে থাকলেও ট্রাম্পের কট্টর সমালোচক ন্যান্সি। সব মিলিয়ে যে রাগে ফুঁসছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই ন্যান্সি পালোসি যখন রাজনৈতিক সৌজন্য দেখিয়ে মার্কিন প্রেসিডেন্টের দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। পাল্টা রাজনৈতিক সৌজন্য দেখানোর প্রয়োজন মনে করেননি মার্কিন প্রেসিডেন্ট। নিজের বক্তৃতার একটি কাগজ ন্যান্সির হাতে ধরিয়ে দিয়ে এড়িয়ে যান।

ট্রাম্পকে ইম্পিচমেন্ট

ট্রাম্পকে ইম্পিচমেন্ট

সূত্রের খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বারবারই নিজের বক্তৃতায় সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। রিপাবলিকানরা যেভাবে ক্ষেপে উঠেছেন ট্রাম্পের বিরুদ্ধে তাতে দ্বিতীয়বার তার ক্ষমতায় ফেরা হচ্ছে না । এমনই মনে করছে সেদেশের রাজনৈতিক মহল।

 সিএএ বিরোধিতায় ভোগাচ্ছে 'শাহিন'! নাটকে 'আপত্তিকর' সংলাপের জেরে দেশদ্রোহিতায় অভিযুক্ত পড়ুয়ারা সিএএ বিরোধিতায় ভোগাচ্ছে 'শাহিন'! নাটকে 'আপত্তিকর' সংলাপের জেরে দেশদ্রোহিতায় অভিযুক্ত পড়ুয়ারা

English summary
Trump refuse to shake hand with Nancy Pelosi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X