For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিয়ংইয়ং-এর ওপর আরও চাপ বাড়াতে একমত আন্তর্জাতিক মহল, একঘরে হতে পারেন কিম জং উন

চাপ বাড়াতে উত্তর কোরিয়ার ওপর আরও বেশি নিষেধাজ্ঞা জারিতে একমত হলেন জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

চাপ বাড়াতে উত্তর কোরিয়ার ওপর আরও বেশি নিষেধাজ্ঞা জারিতে একমত হলেন জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিয়ংইয়ংয়ের আগ্রাসন নিয়ে সোমবারই দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়। সেইসঙ্গে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদেরও উচিত উত্তর কোরিয়া নিয়ে আরও কড়া অবস্থান গ্রহণ করার।

পিয়ংইয়ং-এর ওপর আরও চাপ বাড়াতে একমত আন্তর্জাতিক মহল, একঘরে হতে পারেন কিম জং উন

হাজারো বাধা নিষেধ অমান্য করে উত্তর কোরিয়া যেভাবে একের পর এক পরমাণু পরীক্ষা চালিয়ে যাচ্ছে তাতে আন্তর্জাতিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প ও মর্কেল। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, পিয়ংইয়ং-এর তেল সরবরাহের ওপর সম্ভবত নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। তাই যদি হয় তাহলে তা কিম জং উনের পক্ষেই সত্যিই চিন্তার বিষয়। সেইসঙ্গে উত্তর কোরিয়ার পর্যটন ও সেদেশের শ্রমিকদেরও বাইরে গিয়ে মূলত চিন ও রাশিয়া গিয়ে কাজের ওপরও লাগাম টানা হতে পারে।

পিয়ংইয়ং-এর ওপর আরও চাপ বাড়াতে একমত আন্তর্জাতিক মহল, একঘরে হতে পারেন কিম জং উন

মঙ্গলবারই এবিষয়ে চূড়ান্ত খসড়া তৈরি করে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বাকি ১৪টি দেশের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।

গত রবিবারই উত্তর কোরিয়া তাদের তৈরি শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা করে বলে দাবি। এই বোমা ৫০ - ১০০ কিলোটন ক্ষমতাসম্পন্ন বলে জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। হিরোশিমার থেকে ৪ গুন বেশি শক্তিশালী এই বোমা।

[আরও পড়ুন: ভূমিকম্পের কারণ হাইড্রোজেন বোমাই, দাবি করল পিয়ংইয়ং][আরও পড়ুন: ভূমিকম্পের কারণ হাইড্রোজেন বোমাই, দাবি করল পিয়ংইয়ং]

English summary
In the wake of latest nuclear test, the international community agrees to put more sanctions against North Korea, Donald Trump and Angela Merkel agrees on issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X