For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্প হোয়াইট হাউজ 'মিথ্যা' বলেছে: কোমি

তরাষ্ট্রে সিনেট কমিটির শুনানিতে এসে এফবিআইয়ের বরখাস্ত হওয়া পরিচালক জেমস কোমি তাকে ও এফবিআইকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। ওয়াশিংটনে জেমস কোমির এ শুনানি ছিলো যুক্তরাষ

  • By Bbc Bengali

যুক্তরাষ্ট্র, সিনেট
Reuters
যুক্তরাষ্ট্র, সিনেট

যুক্তরাষ্ট্রে সিনেট কমিটির শুনানিতে এসে এফবিআইয়ের বরখাস্ত হওয়া পরিচালক জেমস কোমি তাকে ও এফবিআইকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে।

মাসখানেক আগে মিস্টার কোমিকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জেমস কোমি ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ও রাশিয়ার মধ্যে কোন যোগসূত্র আছে কি-না তা নিয়ে তদন্তের সময় তাকে বরখাস্ত করার পেছনে যেসব যুক্তি দেয়া হয়েছিলো সেগুলোকে 'বিভ্রান্তিকর' বলে উল্লেখ করেন।

তিনি তাকে বরখাস্ত করা ও তার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাতের বিষয়ে মিথ্যা বলার জন্য ট্রাম্প প্রশাসনকে অভিযুক্ত করেন।

শুনানিতে মিস্টার কোমি বর্ণনা করেন যে কিভাবে তিনি অবাক ও বিরক্ত হয়েীছলো কারণ তিনি অনুভব করছিলেন যে মিস্টার ট্রাম্প চাপ সৃষ্টি করছিলেন তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও রাশিয়ার মধ্যকার কোন যোগসূত্র আছে কি-না তা নিয়ে তদন্ত বাদ দেয়ার জন্য।

যুক্তরাষ্ট্র, সিনেট
EPA
যুক্তরাষ্ট্র, সিনেট

পরে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন তিনি ওই তদন্ত কখনোই বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে বলেননি।

তার আইনজীবী এক বিবৃতিতে বলেছেন জেমস কোমির শুনানিতে প্রমাণিত হয়েছে যে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্তেরর অংশ হিসেবে প্রেসিডেন্ট সেই তদন্তের আওতায় ছিলেননা।

শুনানিতে জেমস কোমি বলেন হোয়াইট হাউজ তাকে এবং এফবিআইকে হেয় করতে চেয়েছে।

"এগুলো ছিলো মিথ্যা এবং আমি দু:খিত যে এফবিআইকে সেগুলো শুনতে হয়েছে"।

তিনি বলেন, "এফবিআই সৎ। এফবিআই শক্তিশালী এবং এফবিআই স্বাধীন আছে ও থাকবে"।

ওয়াশিংটনে জেমস কোমির শুনানি ছিলো যুক্তরাষ্ট্রে ব্যাপক আগ্রহের বিষয়।

যুক্তরাষ্ট্র, সিনেট
GETTY IMAGES / AFP
যুক্তরাষ্ট্র, সিনেট

English summary
Trump is telling lies ,says Comey .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X