For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা প্রসঙ্গে 'নাছোড়বান্দা' ট্রাম্প! হোয়াইট হাইস থেকে উঠে এলো নয়া বার্তা

কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা প্রসঙ্গে 'নাছোড়বান্দা' ট্রাম্প!

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর ইস্যুতে কার্যত ফের আরও একবার মধ্যস্থতার ইঙ্গিত উঠে এলো মার্কিন ট্রাম্প প্রশাসনের তরফে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার আগে থেকেই কাশ্মীর সমস্যার মধ্যস্থতার আর্জি জানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তাতে খুব একটা আমল দেয়নি ভারত। এরপর নতুন করে আবারো সেই একই প্রস্তাব ভারত ও পাকিস্তানের কাছে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।

 হোয়াইট হাউসের বার্তা

হোয়াইট হাউসের বার্তা

ফ্রান্সে আয়োজিত জি সেভেন বৈঠকের ফাঁকে মোদী ও ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের প্রসঙ্গ তুলে এদিন হোয়াইট হাউস জানিয়েছে, 'মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতির (কাশ্মীর) দিকে নজর রাখছে। আমরা শান্তির জন্য ও নিয়ন্ত্রিত পদক্ষেপের পক্ষে। '

 ট্রাম্পের মধ্যস্থতার ইচ্ছা

ট্রাম্পের মধ্যস্থতার ইচ্ছা

ওয়াশিংটন ফের একবার জানিয়েছে, সেদেশের প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নিয়ে বেশ 'ফোকাস্ড'। জম্মু ও কাশ্মীর নিয়ে কী কী তথ্য উঠে আসছে , তা নিয়ে নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে দুটি পক্ষের কথা শুনে তিনি 'সহযোগিতায় ' এগিয়ে আসতে চান কাশ্মীর ইস্যুতে। তাঁর উদ্দেশ্য যাতে এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে।

 এর আগে ট্রাম্প কোন ইঙ্গিত দেন?

এর আগে ট্রাম্প কোন ইঙ্গিত দেন?


এর আগেও একই বার্তা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'আমি সর্বোতভাবে চেষ্টা করব মধ্যস্থতা বা কিছু কররা। আমার সঙ্গে দুটি দেশেরই খুব ভালো সম্পর্ক রয়েছে। তবে ওরা(ভারত আর পাকিস্তান ) এই মুহুর্তে নিজেরা খুব একটা বন্ধু নয়। '

English summary
Trump Government Again says he is watching Kashmir situation closely. theu said, 'The United States is watching the situation in Kashmir very closely. '
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X