For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুতিনের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বৈঠক! নেই বিস্তারিত তথ্য, সংবাদমাধ্যমের দাবিতে চাঞ্চল্য

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বৈঠকগুলির বিস্তারিত কোনও রিপোর্ট নেই আমেরিকার সরকারের হাতে।

  • |
Google Oneindia Bengali News

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বৈঠকগুলির বিস্তারিত কোনও রিপোর্ট নেই আমেরিকার সরকারের হাতে। আমেরিকার আধিকারিকদের উধৃত করে এমনটাই জানিয়েছে সেখানকার সংবাদ মাধ্যম। বৈঠকের দীর্ঘ অংশ আড়ালে রাখার কারণ নিয়েও প্রশ্ন তুলেছে সেখানকার সংবাদ মাধ্যম।

পুতিনের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বৈঠক! নেই বিস্তারিত তথ্য, সংবাদমাধ্যমের দাবিতে চাঞ্চল্য

সংবাদ মাধ্যমে আরও প্রকাশিত হয়েছে, সেখানকার বর্তমান এবং প্রাক্তন সরকারি আধিকারিকরা বলেছেন, ট্রাম্পের প্রচেষ্টার মধ্যে রয়েছে, দোভাষীর নেওয়া তথ্য এবং তাদেরও বলা হয়েছে, বৈঠকের বিস্তারিত কিছু না জানাতে। আগের প্রেসিডেন্টদের এই ধরনের আচরণ ছিল না বলেই মন্তব্য করেছে সেখানকার সংবাদ মাধ্যম।

এমনই একটি উদাহরণ হল ২০১৭-তে জার্মানির হামবুর্গের বৈঠক। যেখানে ট্রাম্পের সঙ্গে ছিলেন প্রাক্তন সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন। হোয়াইট হাউসের এক পরামর্শ দাতা এবং একজন সিনিয়র স্টেট ডিপার্টমেন্ট অফিসিয়াল ট্রাম্পের দোভাষীর কাছ থেকে বাড়তি তথ্য জানতে চেয়েছিলেন। যা কিনা রেক্স টিলারসনের দেওয়া তথ্য থেকেও বেশি। ট্রাম্পের চেষ্টা সম্পর্কে আমেরিকার আধিকারিক জানতেন বলেই দাবি করেছে ওই সংবাদ মাধ্যম।

হোয়াইট হাউসের এক মুখপত্র জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নতি চায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপত্র জানিয়েছেন, ২০১৭-র হামবুর্গের বৈঠকের পর এক বেসরকারি বৈঠকে প্রাক্তন সেক্রেটারি আমেরিকার অন্য আধিকারিকদের ট্রাম্প এবং পুতিনের বৈঠক সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলেন।

তবে ট্রাম্প বৈঠক সম্পর্কে জানিয়েছেন, দুই প্রেসিডেন্টের বৈঠকে যা আলোচনা হওয়ার কথা তাই হয়েছে। আলোচনা হয়েছে ইজরায়েল নিয়ে। কোনও কিছুই লুকিয়ে রাখার নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

English summary
Trump concealed details from meetings with Putin alleged Media Report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X