For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মৃত্যু ৭১,০০০, ট্রাম্পের দাবি কমেছে সংক্রমণ তাই স্বাভাবিক হবে জনজীবন

করোনা ভাইরাসের সংক্রমণে আমেরিকায় এখনও পর্যন্ত ৭১০০০ মৃত্যু হয়েছেষ ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৩৩৩ জন।

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণে আমেরিকায় এখনও পর্যন্ত ৭১০০০ মৃত্যু হয়েছেষ ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৩৩৩ জন। তারপরেও ধীরে ধীরে লকডাউন তোলার সিদ্ধান্তে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর এই সিদ্ধান্তে যে আরো অনেক জীবন বিপন্ন হবে েসকথা স্বীকার করে নিয়েছেন তিনি।

 আমেরিকায় লকডাউন তুলতে চান ট্রাম্প

আমেরিকায় লকডাউন তুলতে চান ট্রাম্প

দেশের অর্থনীতি প্রবল ধাক্কায় খেয়েছে আর বেশিদিন লকডাউন চললে হাতে থালাবাটি নিয়ে বসতে হবে আমেরিকাকে। তাই কোনও ভাইরাসই আর লকডাউন তোলার সিদ্ধান্তকে টলাতে পারবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ধীরে ধীরে স্বাভাবিক করতে চান দেশ। তবে তার জন্য আরও বেশ কয়েকডজন প্রাণ যাবে তাতে কোনও সন্দেহ নেই। অর্থনীতির স্বার্থে সেই ক্ষতি স্বীকার করতে রাজি আছেন তিনি।

৭১০০০ মৃত্যু আমেরিকায়

৭১০০০ মৃত্যু আমেরিকায়

করোনা ভাইরাসে এখনও পর্যন্ত সর্বাধিক মৃত্যু হয়েছে আমেরিকায়। প্রায় ৭১০০০ মানুষ মারা গিয়েছেন সেখানে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৩৩৩ জন। যদিও মার্কিন প্রেসিডেন্টের দাবি সংক্রমণের হার কমেছে সেখানে। কাজেই এখন আর লকডাউন বজায় রাখার কোনও অর্থ হয়না। ধীরে ধীরে স্বাভাবিক করা হবে গোটা দেশ। এতে বিপদ আছে জেনেও তিনি এই সিদ্ধান্ত কার্যকর করতে চান বলে জানিয়েছেন।

করোনার টীকা

করোনার টীকা

মার্কিন প্রেসিডেন্ট আগেই দাবি করেছেন ২০২০ সালের মধ্যেই করোনা ভাইরাসের টীকা হাতে পেয়ে যাবে আমেরিকা। কিন্তু হু-র গবেষকরা আবার আশঙ্কা বাড়িয়ে বলেছেন, করোনা ভাইরাসের টীকা নাও বের হতে পারে কোনও দিন। যেমনটা বের হয়নি এইচআইভি এবং ডেঙ্গির। যদিও হার মানতে রাজি নন ট্রাম্প। মার্কিন গবেষণাগারগুলিতে করোনা ভাইরাসের টীকা বের করার গবেষণা প্রবল গতিতে চলছে।

English summary
Trump claimed coronavirus infectiom rediuced and now for reopening
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X