For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-ট্রাম্প সম্পর্ক কি পতনের দিকে ! বাণিজ্যিক স্বার্থ গোছাতে চরম তোপ মার্কিন প্রেসিডেন্টের

দুই রাষ্ট্রনেতার সম্পর্কের ঘনিষ্ঠতা কতচটা, তা নিয়ে ওয়াকিবহাল আন্তর্জাতিক রাজনৈতিক মহল। নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কের উষ্ণতার নানা ছবি বহুবার ক্যামেরাবন্দি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দুই রাষ্ট্রনেতার সম্পর্কের ঘনিষ্ঠতা কতচটা, তা নিয়ে ওয়াকিবহাল আন্তর্জাতিক রাজনৈতিক মহল। নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কের উষ্ণতার নানা ছবি বহুবার ক্যামেরাবন্দি হয়েছে। দুজনের আলিঙ্গন থেকে একে অপরের প্রতি প্রশংসা সমস্ত কিছুই উঠে এসেছে খবরে। এবার এল নরেন্দ্র মোদীর প্রতি ট্রাম্পের চরম ক্ষোভের প্রকাশ। বাণিজ্যিক স্বার্থের প্রসঙ্গে বন্ধুত্বের ঘনিষ্ঠতার দিক সরিয়ে , মোদীর বিরুদ্ধে সরব হলেন ট্রাম্প।

মোদী-ট্রাম্প সম্পর্ক কি পতনের দিকে ! বাণিজ্যিক স্বার্থ গোছাতে চরম তোপ মার্কিন প্রেসিডেন্টের

[আরও পড়ুন:জালিয়াতি হয়েছে আরও ১৩০০ কোটি টাকা, নতুন করে অভিযোগ পিএনবির][আরও পড়ুন:জালিয়াতি হয়েছে আরও ১৩০০ কোটি টাকা, নতুন করে অভিযোগ পিএনবির]

হোয়াইট হাউসে মার্কিন গর্ভনরদের এক বৈঠকে সাফাসাফি ট্রাম্প জানিয়ে দেন, বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক ব্র্যান্ড 'হার্লে ডেভিডসন' ভারতে গা়ডি রপ্তানি করে, যার জন্য সংস্থাকে ১০০ শতাংশ কর দিতে হয়। অথচ মোদী তাঁকে জানান যে এই কর ৫০ শতাংশ করা হচ্ছে। এই বার্তা শুনে মার্কিন প্রেসিডেন্ট সন্তুষ্ট হলেও , ট্রাম্পের দাবি, এখনও তাঁরা কোনও কিছুই পাচ্ছেন না। ট্রাম্প বলেন , 'এখনও পর্যন্ত আমরা কিছুই পাচ্ছি না, আর ওরা(ভারত) ৫০ শতাংশ পাচ্ছে, আর ওরা (ভারত) ভাবছে আমাদের দয়া করছে, এটা কোনও দয়া করা নয়।'

নিজের বক্তব্যে মোদীকে 'দারুন' ব্যাক্তিত্ব বলে উল্লেখ করলেও, ট্রাম্পের দাবি এতে তাঁদের কোনও লাভের লাভ হচ্ছে না। এ নিয়ে দ্বিতীয়বার ভারতের আমদানী শুল্ক নিয়ে প্রশ্ন তুললেন চ্রাম্প। নিজের ভাষণে তিনি স্পষ্ট বুঝিয়েছেন, বন্ধুত্ব একদিকে আর বাণিজ্যিক স্বার্থ আরেক দিকে। ফলে পাল্টা চালে , এবার ভারত থেকে রপ্তানী করা মোটোরসাইকেলগুলির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে আরও কর চাপানোর হুমকিও দিয়েছেন ট্রাম্প।

[আরও পড়ুন:কংগ্রেস 'থ্রি-ডি' পার্টি, কর্ণাটকে রাহুল গান্ধীকে আক্রমণে ঝড় তুললেন অমিত শাহ][আরও পড়ুন:কংগ্রেস 'থ্রি-ডি' পার্টি, কর্ণাটকে রাহুল গান্ধীকে আক্রমণে ঝড় তুললেন অমিত শাহ]

English summary
Trump accuses Modi For Getting nothing on Harley-Davidson.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X