For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কোম্পাসু! পুজো শেষেই সাগরে আছড়ে পড়ার আশঙ্কায় জারি সতর্কতা

ধেয়ে আসেছ ঘূর্ণিঝড় কোম্পাসু! পুজো শেষেই সাগরে আছড়ে পড়ার আশঙ্কায় জারি সতর্কতা

  • |
Google Oneindia Bengali News

দেশের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পুরো দেশ থেকেই বর্ষা বিদায় (withdrawal of monsoon) নেবে। তবে তারই সঙ্গে ঘূর্ণিঝড়ও (cyclone) আছড়ে পড়ার সম্ভাবনা বাড়ছে। দক্ষিণ চিন সাগরে ট্রপিক্যাল ঘূর্ণিঝড় কোম্পাসু (Tropical cyclone Kompasu) আঘাত হানার পরে তার প্রভাব বঙ্গোপসাগরেও (Bay of Bengal) পড়তে পারে বলে মনে করছেন আবহবিদদের একাংশ।

ক্যাটেগরি ১ হ্যারিকেন

ক্যাটেগরি ১ হ্যারিকেন

দক্ষিণ চিন সাগরে ইতিমধ্যেই আঘাত হেনেছে ট্রপিক্যাল সাইক্লোন কোম্পাসু। যাকে ক্যাটেগরি-১ হ্যারিকেনের সঙ্গেই তুলনা করা হচ্ছে। হংকং-এর দক্ষিণ-পূর্বে এবং ম্যানিলার উত্তর-উত্তর-পশ্চিমে তা অবস্থান করছে। ঘন্টায় ২০ কিমি বেগে পশ্চিম দিকে এগিয়ে চলেছে সেটি। এই ঘূর্ণিঝড়ে ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিমি হতে পারে বলেও সতর্ক করেছেন আবহবিদরা। কোম্পাসু চিনের হাইনান প্রদেশের দিকে এগিয়ে চলেছে।

বিকেলে উপকূলে আছড়ে পড়তে চলেছে

বিকেলে উপকূলে আছড়ে পড়তে চলেছে

ঘূর্ণিঝড়ের সক্রিয়তা নির্ভর করে সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা এবং সেখানে থাকা বাতাসের ওপরে। এক্ষেত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় কোম্পাসুর অগ্রসর হওয়ার ক্ষেত্রে সেই তাপমাত্রা এবং বাতাস অনুকূল রয়েছে। তবে পরবর্তী সময়ে তা আরও তীব্র হওয়ার সেরকম কোনও আশা নেই বলেও জানানো হয়েছে। এদিন বিকেলেই চিনের হাইনান প্রদেশে আছড়ে পড়তে চলেছে বলেও জানা গিয়েছে।

দ্বিতীয় ল্যান্ডফল ভিয়েতনামে

দ্বিতীয় ল্যান্ডফল ভিয়েতনামে

চিনে আঘাত হানার পরে এই ঘূর্ণিঝড় টোনকিন উপসাগরে প্রবেশ করে কিছু গতি সঞ্চার করবে বলেই মনে করা হচ্ছে। তা আরও পশ্চিম দিকে অগ্রসর হবে। ১৫ অক্টোবর ভোরের দিকে তা উত্তর ভিয়েতনামে আছড়ে পড়তে পারে। তবে ভিয়েতনামে পরিবেশ এই ঘূর্ণিঝড়ের পক্ষে উপযুক্ত নয়। ফলে এটি দুর্বল হয়ে উত্তর লাওসের ওপরে নিম্নচাপে পরিণত হবে।

ঘূর্ণাবর্ত হয়ে বঙ্গোপসাগরে

ঘূর্ণাবর্ত হয়ে বঙ্গোপসাগরে

এরপর ওই ঘূর্ণিঝড় আরও শক্তি হারিয়ে থাইল্যান্ডের ওপরে ঘূর্ণাবর্তে পরিণত হবে। পরে তা ১৬ অক্টোবর নাগাদ মার্তাবান এপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরের ওপর আসতে পারে। উপযূক্ত আবহাওয়া তা ফের শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়ার যেসব মডেল রয়েছে, তাতে বঙ্গোপসাগরে এসে এই নিম্নচাপ আরও সক্রিয় হয়ে শক্তি বাড়াতে পারে। সেই কারণে উত্তর আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিরন্তর পর্যবেক্ষণ জরুরি বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট ওয়েদের। কেননা ইতিমধ্যেই উত্তর আন্দামান সাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা বুধবার নিম্নচাপে পরিণত হতে চলেছে। পরবর্তী সময়ে দিন তিনেক ধরে আন্দামান নিকোবর দীপপুঞ্জে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Comparing to Category 1 Hurricane Tropical Cyclone Kompasu is going to hit Bay of Bengal after hitting Chinese province of Hainan on Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X