For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেগুনের বদলে কুমড়ো! হাসিনার নয়া দাওয়াইয়ে জানেন কি বলছেন নেটিজেনরা?

গোটা বিশ্বেই সমস্ত জিনিসের দাম বাড়ছে! মূল্যবৃদ্ধির গ্রাস করছে সাধারণ মানুষকে। প্রত্যেক দেশের মানুষেরই কার্যত নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। আর এই অবস্থায় রমজান মাস শুরু হয়েছে। যেখানে দিনের শেষে ফল খেয়ে রোজা ভাঙতে গি

  • |
Google Oneindia Bengali News

গোটা বিশ্বেই সমস্ত জিনিসের দাম বাড়ছে! মূল্যবৃদ্ধির গ্রাস করছে সাধারণ মানুষকে। প্রত্যেক দেশের মানুষেরই কার্যত নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। আর এই অবস্থায় রমজান মাস শুরু হয়েছে। যেখানে দিনের শেষে ফল খেয়ে রোজা ভাঙতে গিয়ে নাভিশ্বাস অবস্থা।

 নেটিজেন বলছে বেগুনি বিপ্লব

শুধু তাই নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে। আর এই অবস্থায় বেড়েছে বেগুনের দাম। আর তাই বেগুনের বদলে মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি তৈরির পরামর্শ বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার। এমনকি এজন্যে বিকল্প কোনও সবজিও ব্যবহার করার পরামর্শ।

সম্প্রতি সে দেশের জাতীয় সংসদে বক্তব্য রাখেন শেখ হাসিনা। আর তা বলতে গিয়ে বিভিন্ন পণ্যের বাজার দরের কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে।

তিনি বলেন, চাহিদা বেড়েছে। আর সেই কারণে বেগুনের দামও বেড়ে গিয়েছে। এমনকি ৮০ টাকা ১০০ টাকায় বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আর তা বলতে গিয়েই তিনি আরও বলেন, বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে, সেটা দিয়ে খেলেই হয়। আর এজন্যে মিষ্টি কুমড়ো ব্যবহারের পরামর্শও দেশবাসীকে দেন প্রধানমন্ত্রী।

তাঁর এহেন বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়েও শুরু হয়েছে সমালোচনা। প্রধানমন্ত্রীর বক্তব্যকে তুলে ধরে কেউ মজা করছেন তো আবার কেউ কটাক্ষ করতেও ছাড়ছেন না। চলছে দেশের এহেন অবস্থা নিয়ে তীব্র সমালোচনাও। কেউ সোশ্যাল মিডিয়াতে লিখছেন 'বেগুনি বিপ্লব' আবার কেউ লিখছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের ফুড হেভিট চেঞ্চ করতে চাইছে......!

এক নজরে কে কি লিখছেন-

প্রধানমন্ত্রী হাসিনা একদিকে যেমন কুমড়ো দিয়ে বেগুনি খাওয়ার পরামর্শ দিচ্ছেন দেশের মানুষকে। অন্যদিকে আবার মূল্যবৃদ্ধি কমাতে কি কি ব্যবস্থা সরকার নিয়েছে সে বিষয়েও তথ্য তুলে ধরেছেন। একধিক প্রকল্পের কথাও তুলে ধরেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে বাংলাদেশেও জিনিসপত্রের দাম বেড়েছে। তবে অন্য দেশেও পরিস্থিতি এক বলে স্মরণ করে দেন হাসিনা। আর তা বলেই প্রধানমন্ত্রী হাসিনা বলেন, 'এক ডলারের তেল সেখানে চার ডলার হয়ে গিয়েছে, তাও আবার আমেরিকার মতো জায়গায়। আর যার প্রভাব বাংলাদেশের মানুষের উপর পড়বে বলেই দাবি হাসিনার।

তাঁর মতে, বিভিন্ন জিনিস আমদানি করা হয়। আর এই আমদানি খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। একে করোনা, এর উপর আবার রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে বক্তব্যে জানান হাসিনা। তবে দাম কমাতে সরকার সবরকম ভাবে চেষ্টা করছে বলে জানান তিনি।

English summary
Trending News: Seikh Hasina told Bangladeshis to eat pumpkin in spite of Brinjal in Ramzan, for inflation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X