For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকার কাছে সম্মান চায় পাকিস্তান, বললেন পাকিস্তানের সেনাপ্রধান

আমেরিকার কাছ থেকে মানসিক কিংবা অর্থনৈতিক সাহায্য চাইছে না পাকিস্তান। তারা চায় ওয়াশিংটন তাদেরকে বিশ্বাস করুক, সম্মান দিক। আমেরিকার রাষ্ট্রদূতের কাছে এমনটাই আবেদন করলেন পাকিস্তানের সেনাপ্রধান

  • |
Google Oneindia Bengali News

আমেরিকার কাছ থেকে মানসিক কিংবা অর্থনৈতিক সাহায্য চাইছে না পাকিস্তান। তারা চায় ওয়াশিংটন তাদেরকে বিশ্বাস করুক, সম্মান দিক। আমেরিকার রাষ্ট্রদূতের কাছে এমনটাই আবেদন করলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওমর জাভেদ বাজওয়া।

সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে আমেরিকার প্রেসিডেন্টের কড়া সমালোচনার পর পাকিস্তানের সেনাপ্রধাননের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আমেরিকার কাছে সম্মান চায় পাকিস্তান, বললেন পাকিস্তানের সেনাপ্রধান

আফগানিস্তান এবং দক্ষিণ এশিয়া নিয়ে তাদের নতুন নীতি ঘোষণা করেছে আমেরিকা। সেই নীতি ঘোষণা করতে গিয়ে মঙ্গলবার পাকিস্তানের কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। নিজেদের ভূখণ্ডকে সন্ত্রাসবাদের জন্য পাকিস্তান ব্যবহার করছে বলেও মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার কাছে সম্মান চায় পাকিস্তান, বললেন পাকিস্তানের সেনাপ্রধান

বুধবার পাকিস্তানের সেনা সদর দফতর রাওয়ালপিণ্ডিতে সেনাপ্রধান জেনারেল ওমর জাভেদ বাজওয়া সঙ্গে দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হ্যালে। সেখানেই আমেরিকার নতুন আফগানিস্তান এবং দক্ষিণ এশিয়া নীতি নিয়ে কথা বলেন বাজওয়া এবং হ্যালে। এই সময়ই প্রতিক্রিয়া জানান, পাকিস্তানের সেনাপ্রধান। তিনি বলেন, আমেরিকার কাছ থেকে মানসিক কিংবা অর্থনৈতিক সাহায্য চাইছে না পাকিস্তান। তারা চায় ওয়াশিংটন তাদেরকে বিশ্বাস করুক, সম্মান দিক। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট প্রচেষ্টা করেছে পাকিস্তান। তবে তা কোনও পক্ষকে তুষ্ট করার জন্য নয়, নিজের স্বার্থের কথা মাথায় রেখেই, পাকিস্তান তা করেছে বলে জানিয়েছেন, বাজওয়া।

মার্কিন রাষ্ট্রদূত তাদের নতুন আফগানিস্তান এবং দক্ষিণ এশিয়া নীতি নিয়ে কথা বলেন, পাকিস্তানের বিদেশমন্ত্রী খাজা আসিফের সঙ্গেও। বৈঠকে আসিফ জানান, সন্ত্রাসবাদ নির্মূল করতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে আগের মতোই কাজ করে যাবে পাকিস্তান কাজ করে যাবে।

English summary
Treat us with respect, Pakistan Army chief tells US envoy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X