রোগীর গন্ধ শুঁকে কুকুর বলে দিতে পারবে তিনি করোনা আক্রান্ত কীনা! তবে থাকছে একটি শর্ত,জানাল নয়া গবেষণা
লন্ডনের গবেষণাগার আগেই জানান দিয়েছিল যে কুকুর দিয়ে কোভিড শনাক্ত করা যায়। সেই বিষয়ে গবেষণাও বহুদূর পর্যন্ত গিয়েছে। এবার জার্মানির এক গবেষণা দাবি করছে , বিশেষ ক্ষমতা সম্পন্ন কুকুর করোনা রোগীদের শনাক্ত করে ফেলে। তবে একটি শর্তে।

গবেষণার দাবি, যদি কুকুর সঠিকভাবে প্রশিক্ষিত হয়, তাহলেই সে করোনা রোগীকে শণাক্ত করতে পারবে। এই একটি শর্ত থাকলেই করোনা রোগীকে শনাক্ত করতে পারবে প্রশিক্ষিত কুকুর। তাতে ৯৪ শতাংশ নির্ভুল শনাক্তকরণ থাকবে বলে গবেষকদের দাবি। এই নিয়ে একটি সাম্প্রতিক পরীক্ষাও করেন গবেষকরা । দেখা যায়, ১০০০ জন মানুষকে প্রশিক্ষিত কুকুরদের সামনে দাঁড় করাতেই মুহূর্তে কুকুরগুলি পজিটিভ রোগীদের শনাক্ত করে নিয়েছে।
উল্লেখ্য, গবেষকরা বলছেন, করোনারোগীদের মেটাবলিজম একদম আলাদা। যার জেরে তাঁদের কুকুররা গন্ধের দ্বারা চিনে ফেলে। উল্লেখ্য, মানুষের থেকে ১০০০ গুন বেশি গন্ধ শুঁকে চেনার ক্ষমতা রয়েছে কুকুরের। আর সেটিকেই হাতিয়ার করে করোনা রোগী চিনে ফেলছে কুকুররা।

মুকুলের যুক্তিতেই মান্যতা বিজেপির! একুশে জয়ের অঙ্ক ভিন্নভাবে কষছেন মোদী-শাহরা