বাংলাদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৫৮ জন
মঙ্গলবার পূর্ব বাংলাদেশে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ১৫ জন এবং আহত ৫৮ জন। পুলিশ জানিয়েছে, কাসাবা জেলার মণ্ডলভাগ স্টেশনে ঢাকাগামী ইন্টারসিটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে চিটাগঙ্গগামী লোকোমোটিভ ট্রেনের। ঢাকগামী ইন্টারসিটির তিনটে কামরা লাইনচ্যুত হয়ে যায়।

স্থানীয় পুলিশ প্রধান আনিসুর রহমান বলেন, 'কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ৫৮ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।’ তিনি জানিয়েছেন, এই ঘটনার পর ঢাকার বাইরে ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কি কারণে এই দু’টো ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হল তা তদন্ত করে দেখা হচ্ছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, 'আমরা এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি।’ তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে সিগন্যালিং ব্যবস্থার ত্রুটির জন্যই এই দুর্ঘটনা হয়। সিগন্যালিং ব্যবস্থা সহ রেলের অন্য পরিকাঠামো দুর্বল হওয়ার জন্য বাংলাদেশে প্রায়ই ট্রেন দুর্ঘটনা হয়ে থাকে।