For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জের, তিন দশকে সব থেকে কম চিনের জিডিপি বৃদ্ধির হার

Google Oneindia Bengali News

দীর্ঘদিন ধরে চলে আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য যুদ্ধ। সেই যুদ্ধ শেষে বাণিজ্য চুক্তি করে বিশ্বের প্রধান দুই অর্থনৈতিক পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চিন। বাণিজ্য যুদ্ধের কারণে বিশ্বের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে যে প্রভাব পড়েছিল, নতুন চুক্তির ফলে তা কেটে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে এই বাণিজ্য যুদ্ধের মধ্যেও চিন তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশের উপর ধরে রাখতে সক্ষম হয়। যদিও এই সংখ্যাটা গত তিন দশকের মধ্যে চিনের জন্যে সব থেকে কম। এর আগে ২০১৮ সালে চিনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৬.৮ শতাংশ।

তিন দশকে সব থেকে কম চিনের জিডিপি বৃদ্ধির হার

গতবছর থেকেই ডোনাল্ড ট্রাম্পের উসকানিমূলক সিদ্ধান্তের কারণে ওয়াশিংটন-বেইজিং বাণিজ্যযুদ্ধে জড়িয়ে গেলে বিশ্ববাসীকে কড়া মাশুল দিতে হয়। গত দেড় বছর ধরে বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক শক্তির মধ্যে শুল্ক-যুদ্ধ চলছে। একে অপরের পণ্যের উপরে ক্রমাগত শুল্ক চাপিয়ে বা বাড়িয়ে চলেছে তারা। এর বিরূপ প্রভাব পড়েছে গোটা বিশ্বের অর্থনীতির উপরে। দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফা বৈঠকের পরে ডিসেম্বরে যুদ্ধ শেষের আভাস পাওয়া যায়। নতুন করে ফের শুল্ক চাপানোর কথা থাকলেও তা স্থগিত রাখে দুই দেশই।

প্রেসিডেন্ট ট্রাম্প চিনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ২০১৮ সালে চিনের পণ্য আমদানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন। পাল্টা চিনও, আমেরিকা থেকে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ করে। ২০১৮ সালের শুরুতেই দুই দেশ ৫০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে। ওই বছরের সেপ্টেম্বরে এই দ্বন্দ্ব আরও বাড়ে। আমেরিকা তখন চিনের থেকে ২০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্যে আমদানির উপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে।

English summary
trade war with US resulted china's slowest gdp growth in 30 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X