For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুদে খুদে হাত দিয়ে চিড়িয়াখানায় জিরাফকে খাওয়াচ্ছে শিশু, ভিডিও ভাইরাল এক নিমিষে

খুদে খুদে হাত দিয়ে চিড়িয়াখানায় জিরাফকে খাওয়াচ্ছে শিশু, ভিডিও ভাইরাল এক নিমিষে

Google Oneindia Bengali News

বলা হয় শিশু, ফুল ও প্রাণী ভালোবাসেন না এমন খুব কমজনই রয়েছেন। এই তিন জিনিসই আমাদের মনকে এক মুহূর্তে ভালো করে দেয়। ছোট ছোট শিশুদের বিভিন্ন ধরনের কার্যকলাপ প্রায়ই আমাদের মন ছুঁয়ে যায়। শিশুরা আমাদের জীবনকে আলোকিত করে তোলে। তাদের মনখোলা হাসি ও সরলতা বাজে মেজাজকেও এক নিমিষে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। তাদের একটি উষ্ণ হৃদয় রয়েছে এবং তারা নিঃস্বার্থভাবে সবকিছু করে। সেই সবকিছুর যদি অভিজ্ঞতা সঞ্চয় করতে চান তবে আপনার জন্য এই ভিডিওটি একবারে পারফেক্ট। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এটি এক শিশুর পবিত্র মনের যথাযথ উদাহরণ।

খুদে খুদে হাত দিয়ে চিড়িয়াখানায় জিরাফকে খাওয়াচ্ছে শিশু, ভিডিও ভাইরাল এক নিমিষে


শিশুরা প্রাণীদের আর প্রাণীরাও যে শিশুদের পছন্দ করে এটা অনেকে ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে। বেবিজ ডে আউট ছবিতেও দেখা গিয়েছে ছোট্ট শিশুকে চিড়িয়াখানার বিশাল আকারের শিম্পাঞ্জি কীভাবে অপহরণকারীদের হাত থেকে রক্ষা করে চলেছে। এবারও প্রাণী ও শিশুর মধ্যেকার মিষ্টি সম্পর্ক দেখা গেল।

ছোট ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, শিশুটি খুব মিষ্টি লাগছে ধূসর রঙের ট্র‌্যাকস্যুট, তাতে ধূসর রঙের বুটি রয়েছে, পোশাকে। চিড়িয়াখানায় এসেছে। খুব স্বাভাবিকভাবেই জিরাফের মতো লম্বা একটি প্রাণী তাকে আকৃষ্ট করেছে। শিশুটি জিরাফটিকে কিছু খাওয়ানোর চেষ্টা করছে। শিউটি কোথা থেকে কিছু পাতা নিয়ে এসে ঘাড় উঁচু করে জিরাফটিকে খাওয়ানোর চেষ্টা করে চলেছে। জিরাফটিও গলা নামিয়ে শিশুটির থেকে ওই খাবারটি খাওয়ার চেষ্টা করছে। উচ্চতার পার্থক্য হওয়ার কারণে জিরাফটিকেও বেশ সংঘর্ষ করতে হচ্ছে খাবারটি শিশুটির হাত থেকে নেওযার জন্য। কিন্তু কিছু সময় পরই শিশুটির হাত থেকে ওই পাতাটি জিরাফ নিতে সক্ষম হয়। চিড়িয়াখানায় আসা অন্যান্য দর্শকরা শিশু ও জিরাফের এই কার্যকলাপ নিজেদের মোবাইলে রেকর্ড করতে থাকে। সোশ্যাল মিডিয়াও এই ভিডিও আপলোডও করা হয়। যার ক্যাপশন দেওয়া হয়, '‌শিশুদের দারুণ সুন্দর হৃদয় রয়েছে’‌।

এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং প্রায় ৭০ লক্ষ মানুষ এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখেছে। নেটিজেনরা শিশুটির থেকে চোখ সরাতে পারছে না। অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। এর আগেও এ ধরনের অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ার জগতে কোনও কিছু ভাইরাল হতে এক সেকেন্ডও সময় নেয় না। বিশেষ করে শিশুদের যে কোনও ধরনের কাণ্ডকারখানাই নেট দুনিয়ার কাছে সবসময়ই আকর্ষণীয়। কারণ শিশু ভালোবাসেন না এমন মানুষ বোধহয় কমই রয়েছে।

English summary
toddler trying to feed giraffe at the zoo, video goes viral on social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X