For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ধাক্কা অর্থনীতিতে: ভারতের ছোট, মাঝারি,ক্ষুদ্র শিল্পকে বাঁচাতে এবার বিশ্বব্যাঙ্কের বড় পদক্ষেপ

করোনার ধাক্কা অর্থনীতিতে: ভারতের ছোট, মাঝারি,ক্ষুদ্র শিল্পকে বাঁচাতে এবার বিশ্বব্যাঙ্কের বড় পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্বের অর্থনীতি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। বহু জায়গায় কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া যেমন শুরু হয়েছে, তেমনই বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, আর্থিক দুরবস্থায় শিল্পমহল। এমন পরিস্থিতিতে ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্পকে বাঁচাতে বিশ্বব্যাঙ্ক বড় পদক্ষেপ নিতে শুরু করল।

 বিশ্বব্যাঙ্কের আর্থিক সাহায্য

বিশ্বব্যাঙ্কের আর্থিক সাহায্য

১. ৫ মিলিয়ন ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্পজগতকে আর্থিকভাবে রক্ষা করতে এবার এগিয়ে এল বিশ্ব ব্যাঙ্ক। MSME র জন্য এবার বিশ্বব্য়াঙ্ক ৭৫০ মিলিয়ন ডলারের সাহায্য দেবে বলে জানিয়েছে।

 ভারতের কাছে বড় সাহায্য

ভারতের কাছে বড় সাহায্য

ভারতের কাছে এই সাহায্য শিল্পকে পুনরোজ্জীবন দিতে বড় পদক্ষেপ। এরফলে ভারতের অর্থনীতির মেরুদণ্ড সোজা করতে আরও সুবিধা হবে। ভারতে বিশ্বব্যাঙ্কের ডিরেক্টরের দাবি, এই পদক্ষেপ দেশকে অগ্রগতির ক্ষেত্রে সুবিধা দেবে।

 কোন কোন বিষয় প্রয়োজন শিল্পকে চাঙ্গা করতে?

কোন কোন বিষয় প্রয়োজন শিল্পকে চাঙ্গা করতে?

শিল্পকে চাঙ্গা করতে আর্থিক উন্নতি সর্বস্তরে প্রয়োজন। যে অর্থনীতির লাভ গোটা দেশ পায় তেমনই নীতিকে সঙ্গে নিয়েই বিশ্ব ব্য়াঙ্কের এই সাহায্যকে আর্থিক বিষয়ের মধ্যে জায়গা দিতে হবে বলে জানিয়েছেন ভারতে বিশ্বব্যাঙ্কের ডিরেক্টর।

 বিশ্বব্যাঙ্কের পদক্ষেপ ও ভারতের করোনা পরিস্থিতি

বিশ্বব্যাঙ্কের পদক্ষেপ ও ভারতের করোনা পরিস্থিতি

ভারতের করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশ্বব্যাঙ্ক প্রাথমিকস্তরে ২.৭৫ বিলিয়ন অর্থ ভারতের কাছে পাঠানের কথা জানায়। এরপরবর্তী স্তরে ১ বিলিয়নের আপৎকালীন সমর্থনের বার্তাও ভারতের কাছে আসে। যা গত এপ্রিলে অনুমোদন করে বিশ্বব্যাঙ্ক। পরবর্তীস্তরে এই নয়া প্রস্তাবের জেরে ভারতের আর্থিক স্তম্ভ আরো চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে।

আমেরিকায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াতে পারে ১ লক্ষের গণ্ডি, আশঙ্কা ডাঃ অ্যান্টনি ফৌসিরআমেরিকায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াতে পারে ১ লক্ষের গণ্ডি, আশঙ্কা ডাঃ অ্যান্টনি ফৌসির

English summary
To support MSMEs in Covid situation World Bank approves 750 million dollar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X