For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন সংহারে মায়ানমার-ভারত রুদ্ধদ্বার বৈঠক আসন্ন! কোন কূটনৈতিক ঘুঁটি সাজিয়েছে দিল্লি

মায়ানমারের বিদ্রোহীদের ঠেকাতে সেনা প্রধান নরভানের বার্মা যাত্রা

  • |
Google Oneindia Bengali News

চিন যখন ক্রমেই দক্ষিণ এশিয়ার ভারতের প্রতিবেশী একের পর এক দেশ দখলে রাখতে বিস্তারবাদের নেশায় বুঁদ, তখন ভারতও এক চুল পিছু হটছে না। নেপাল, বাংলাদেশকে আর্থিক বিনিয়োগের লোভ দেখিয়ে চিন নিজের শিবিরে রাখতে চেয়েছে, যাতে ভারতের বিরুদ্ধে তাদের ব্যবহার করা যায়। অন্যদিকে, এবার মায়ানমার যাত্রায় গিয়ে ঘুঁটি উল্টে দেওয়ার চেষ্টায় ভারতের বিদেশ সচিব ও সেনা প্রধান।

চিনের মদত ও উত্তরপূর্বের রাজ্য

চিনের মদত ও উত্তরপূর্বের রাজ্য

উল্লেখ্য, উত্তরপূর্বের রাজ্য মিজোরামে প্রবলভাবে বিক্ষুব্ধ রোহিঙ্গা গোষ্ঠী তথা ভারত বিরোধী গোষ্ঠী আরাকান আর্মির দাপট বাড়ছে। আর এই আরাকান আর্মি চিনের সমর্থিত কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির দ্বারা প্রশিক্ষিত হচ্ছে। যা আদতে চিনের লাভের পরিমাণ বাড়াচ্ছে। কারণ এই আরাকান আর্মি বিদ্রোহীরা ক্রমাগত মিজোরামে লুঠ ও অপরাধ ছড়াচ্ছে। ফলে ভারতের উত্তরূর্ব সীমান্ত অশান্তিতে রয়েছে।

উত্তরপূর্ব সীমান্তে ভারতের প্রজেক্ট

উত্তরপূর্ব সীমান্তে ভারতের প্রজেক্ট

উত্তরপূর্বে মিজোরাম থেকে মায়ানমার পর্যন্ত কালাদান মাল্টি মোডাল ট্রান্সিট ট্রান্সপোর্ট প্রজেক্ট এর কাজ চলছে। এরফলে উত্তরপূর্বের সঙ্গে বিশেষত মিজোরামের সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ সম্ভব হবে। আগে যেভাবে ঘুরপথে শিলিগুড়ি করিডর ব্যবহার হত, এই নয়া রাস্তা নির্মাণের পর, তার প্রয়োজন হবে না। ফলে সুবিধা বাড়বে।

 ভারতের নির্মাণ কাজে হামলা!

ভারতের নির্মাণ কাজে হামলা!

উল্লেখ্য, এই কালাদান প্রজেক্টের নির্মাণ কাজে বারবার হামলা চালাচ্ছে উত্তরপূর্বের ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। উল্লেখ্য, এই প্রজেক্টে ৪৮৪ বিলিয়ন মার্কিন ডলারের অর্থিক বিনিয়োগ রয়েছে ভারতের। আর তাতে চিন সমর্থিত গোষ্ঠীর হামলা আর ভারত মেনে নেবে না। আর সেই লক্ষ্যেই মায়ানমারের গিয়ে চিন নিধনের ব্যবস্থা করে আসতে চলেছেন বিদেশ সচিব হর্ষ শ্রীংলা ও সেনা প্রধান মুকুন্দ নরভানে।

ভারত বিরোধী সংগঠনের রমরমা ও দমন!

ভারত বিরোধী সংগঠনের রমরমা ও দমন!

উল্লেখ্য, মায়ানমার ও ভারত একযোগে মনিপুরের কাছে মোরেহ সীমান্তে এই ভারত বিরোধী গোষ্ঠী নিধনে অভিযান চালিয়েছে। এবার সেই মায়ানমারের কাছ থেকে সেদেশে লুকিয়ে থাকা আরও ভারত বিরোধী গোষ্ঠী ও তাদের সঙ্গে চিনের যোগাযোগের খোঁজ নিতেই সেনা প্রধানের মায়ানমার সফর বলে খবর।

জয়েন্ট-নিট পরীক্ষা 'যেকোনও মূল্যে হোক, চাইছে পড়ুয়ারাই', অবস্থান স্পষ্ট করলেন পোখরিয়ালজয়েন্ট-নিট পরীক্ষা 'যেকোনও মূল্যে হোক, চাইছে পড়ুয়ারাই', অবস্থান স্পষ্ট করলেন পোখরিয়াল

English summary
To stop China's influence on Mayanmar's insurgent groups Narvane to visit Naypyidaw
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X