কর্তারপুর করিডরের জন্য পুণ্যার্থীদের পাসপোর্ট বাধ্যতামূলক করল পাকিস্তান
কর্তারপুর করিডর উদ্বোধনে ঠিক বাতি দু’দিন। আর এর মধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যে ভারতীয় শিখ পুণ্যার্থিদের করিডর ব্যবহার করার জন্য পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন এই কথা।

১ নভেম্বর কর্তারপুরে দরবার সাহিব গুরুদ্বারগামী ভারতীয় তীর্থযাত্রীদের জন্য একাধিক ছাড় ঘোষণা করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। টুইট করে ইমরান জানান, 'ভারত থেকে যে শিখরা কর্তারপুরে আসছেন, তাঁদের দুটি জিনিসে ছাড় দিচ্ছি। তাঁদের পাসপোর্ট থাকার প্রয়োজন নেই। শুধু বৈধ পরিচয় পত্র থাকলেই চলবে। তাঁদের ১০ দিন আগে নাম নথিভুক্ত করারও দরকার নেই। উদ্বোধনের দিন ও গুরুজির ৫৫০তম জন্মবার্ষিকীতে তাঁদের কোনও ফি–ও দিতে হবে না।’ এই টুইটের পরই একশো শতাংশ ঘুরে গিয়ে পাকিস্তান এখন পাসপোর্ট চাইছে, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। অক্টোবরেই কর্তারপুর করিডর চালু করার ব্যাপারে ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ভারতের শিখ তীর্থযাত্রীরা ভিসা ছাড়াই পাকিস্তানের দরবার সাহিবে যেতে পারবেন। দৈনিক ৫,০০০ তীর্থযাত্রীর গুরুদ্বার দর্শনের অনুমতি রয়েছে। ভারতীয় তীর্থযাত্রীদের জন্য পর্যাপ্ত লঙ্গর ও প্রসাদের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পাকিস্তান। ১২ নভেম্বর গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকী। তার আগে শনিবার করতারপুর করিডরের উদ্বোধন করবেন ইমরান খান।
কর্তারপুর করিডরের নেপথ্যে নাশকতার পরিকল্পনা জঙ্গিদের, বাড়ানো হল ভিভিআইপিদের নিরাপত্তা