For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ রুখতে ফের থমকে যেতে চলেছে ব্রিটেন, কী নির্দেশ দিলেন বরিস জনসন

করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ রুখতে ফের থমকে যেতে চলেছে ব্রিটেন, কী নির্দেশ দিলেন বরিস জনসন

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে ব্রিেটনে। এখনও ভ্যাকসিন হাতে আসেনি। ফের কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে গোটা দেশ। প্রমাদ গুণতে আগে থেকেই সাবধান হওয়া শুরু করে দিয়েছে ব্রিটেন। করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভের নিয়ন্ত্রণে রাখতে ফের একাধিক নির্দেশিকা জারি করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটেনে সেকন্ড ওয়েভ

ব্রিটেনে সেকন্ড ওয়েভ

করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে শুরু হয়েছে ব্রিটেনে। প্রধানমন্ত্রী বরিস জনসন সেকথা জানিয়েছেন। ব্রিেটনের পাশাপাশি ভারতেও করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিেয়ছে। পরিস্থিতি মোকাবিলায় নতুন করে রণকৌশল ঠিক করতে হচ্ছে ব্রিটেনকে। এদিকে এখনও পর্যন্ত ভ্যাকসিন হাতে আসেনি।

 বরিসের ঘোষণা

বরিসের ঘোষণা

করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ নিয়ন্ত্রণে রাখতে আগামী ৬ মাস বেশ কিছু বিধি নিষেধ জারি করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ফের দেশবাসীকে ঘরে বসে কাজ করার অনুরোধ জানিয়েছেন তিনি। একই সঙ্গে সব বার, রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে এখনই লকডাউনের পথে হাঁটবে না ব্রিেটন জানিয়েছেন তিনি।

 বাড়তে পারে মৃত্যু

বাড়তে পারে মৃত্যু

করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভে আর ভয়ঙ্কর হতে পারে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানানো হয়েছে। তারপরেই সতর্কতা নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। লকডাউনের পথে না হাঁটলেও পরে যদি সংক্রমণ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তাহলে ফের লকডাউনের পথে হাঁটতে হতে পারে েদশকে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

করোনা ভ্যাকসিন

করোনা ভ্যাকসিন

করোনা ভাইরাসের ভ্যাকসিন এখনও হাতে আসেনি ব্রিটেনে। অ্যাস্ট্রাজেনকা করোনা ভ্যাকসিনের ট্রাাল শুরু করেছে ঠিকই কিন্তু সেটা হাতে আসতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে বলে জানানো হয়েছে। পরের বছরের আগে করোনা ভ্যাকসিন হাতে পাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

English summary
To control Coronavirus second wave Britain PM Boris Jhonson going to restrict people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X