For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফোকাসে নির্বাচন! ভারতকে খুশি করতে এবার কাশ্মীর ইস্যুতে নয়া বয়ান 'টিম ট্রাম্প'-এর

Google Oneindia Bengali News

চলতি বছরের জানুয়ারিতেই সুইৎজারল্যান্ডে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর সেখানেই ট্রাম্প কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে 'সহযোগিতা'-এর আশ্বাস দিয়েছিলেন বলে জানা যায়। তবে এবিষয় ভারতের তরফে বারবার বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়৷ এরপর অবশ্য ট্রাম্প ভারতে আসেন। মোদীর সঙ্গে সুর মিলিয়ে কাশ্মীর ইস্যু নিয়ে বক্তব্যও রাখেন। তবে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ইচ্ছা বারবারই প্রকাশ করে এসেছেন চ্রাম্প।

কাশ্মীর ইস্যুতে দিল্লির পাশে ট্রাম্প

কাশ্মীর ইস্যুতে দিল্লির পাশে ট্রাম্প

তবে মার্কিন নির্বাচন ঘনিয়ে আসতেই এবার কাশ্মীর ইস্যুতে দিল্লির পাশে থেকে নিজের অবস্থান বোঝাতে বয়ান জারি করল ট্রাম্পের প্রচার দল। এই বিষয়ে ট্রাম্পের টিমের তরফ থেকে বলা হয়, ট্রাম্প কোনও দিনই কাশ্মীর ইস্যুতে ভারত বা পাকিস্তানের সঙ্গে কোনও মধ্যস্থতা বা কোনও পক্ষকে সাহায্য করেননি।

কমলা হ্যারিসে ভয় ট্রাম্পের

কমলা হ্যারিসে ভয় ট্রাম্পের

প্রসঙ্গত, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদ প্রার্থী ভারতীয় বংশদ্ভুত কমলা হ্যারিস ময়দানে নামতেই সমীকরণ বদলে যায়। মার্কিন নির্বাচনে ভারতীয় ভোটাররা এক বড় ভূমিকা নিতে চলেছে, তা বুঝতে পারছে ডেমোক্র্যাট ও রিপাব্লিকান, উভয় পক্ষই। আর তাই এবার ভারতীয় মন জয় করতে ময়দানে নামলেন ট্রাম্প।

কাশ্মীর ইস্যুতে ইমরানকে সাহায্যের প্রতিশ্রুতি

কাশ্মীর ইস্যুতে ইমরানকে সাহায্যের প্রতিশ্রুতি

যদিও জানুয়ারিতে ইমরান খানকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছিলেনন, 'সীমান্ত সংক্রান্ত বিষয়ে আমরা যৌথভাবে কাজ করছি৷ আমরা কাশ্মীর প্রসঙ্গে এবং ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি৷ যদি আমরা পারি, আমরা অবশ্যই সাহায্য করব৷ বিষয়টা আমাদের নজরে রয়েছে৷'

লাদাখ ইস্যুতে ভারতের পাশে আমেরিকা

লাদাখ ইস্যুতে ভারতের পাশে আমেরিকা

অবশ্য বছর গড়াতেই লাদাখ ইস্যুতে প্রথম থেকেই আমেরিকাকে পাশে পেয়েছে ভারত। এমন কী মার্কিন সেনা যেকোনও সময় ভারতের সাহায্যে চিনের বিরুদ্ধে নামতে পারে বলেও পেন্টাগনের তরফে বলা হয়েছিল। চিনের বিরুদ্ধে ভারতের একের পর এক পদক্ষেপেরও প্রশংসা করেছেন ট্রাম্প।

জো বাইডেনের চালে কাবু ট্রাম্প

জো বাইডেনের চালে কাবু ট্রাম্প

প্রসঙ্গত কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের এই বক্তব্য তখন এল, যখন তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেন জানিয়েছেন যে লাদাখ ইস্যুতে ভারতের পাশেই থাকবেন তিনি। এদিকে বিভিন্ন সার্ভেতে দেখা যাচ্ছে জর্জ ফ্লয়েড, বেকারত্ব, কোভিড সহ একাধিক ইস্যুর জেরে বাইডেনের থেকে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। তাই বাইডেনের থেকে ভারতীয় বংশদ্ভুতদের ভোট ছিনিে নিতে কাশ্মীর নিয়ে নয়া বয়ান টিম ট্রাম্পের।

English summary
To appease India Donald Trump's campaign team says that US President never intervened in Kashmir Issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X