For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের সঙ্গে সংঘাতের আবহে হংকং থেকেও বিদায় নিল টিকটক, নিষেধাজ্ঞার পথে আমেরিকাও

চিনের সঙ্গে সংঘাতের আবহে হংকং থেকেও বিদায় নিল টিকটক, নিষেধাজ্ঞার পথে আমেরিকাও

  • |
Google Oneindia Bengali News

ভারতের পর এবার হংকং থেকেও বিদায় নিতে চলেছে টিকটক। সূত্রের খবর, হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন এনে সম্পূর্ণ ব্যবস্থাটাই বদলে ফেলেছে জিনপিং প্রশাসন। যার জেরে সাধারণ মানুষের বাক স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠে গেছে। এদিকে চিনা-ভারত সংঘাতের আবহে ভারত টিকটক ব্যান হওয়ার পর থেকেই বেজিংয়ের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়াতে শুরু করে টিকটক প্রস্তুতকারী সংস্থা বাইটড্যান্স।

চিনের সঙ্গে সংঘাতের আবহে হংকং থেকেও বিদায় নিল টিকটক, নিষেধাজ্ঞার পথে আমেরিকাও

এদিকে হংকংয়ের নতুন জাতীয় নিরাপত্তা আইনের হাত ধরে জিনপিং প্রশাসন টিকটককে সেন্সর করতে চেয়েছিল বলেও জানা যাচ্ছে। গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ পর্যন্ত উঠেছিল চিন সরকারের বিরুদ্ধে। এমতাবস্থায় দাঁড়িয়ে হংকংয়ে টিকটকের ঝাঁপ বন্ধের কথা জানান সংস্থার মুখপাত্র। সাম্প্রতিক ঘটনাবলীর কথা মাথায় রেখেই তাদের এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। এদিকে ভারতে ব্যবসা চলাকালীন সময়েও একাধিকবার টিকটকের বিরুদ্ধে গোপনীয়তা গ্রাহকদের লঙ্ঘনের অভিযোগ ওঠে। শেষে চিনা পণ্য বয়কটের ডাকের মাঝেই দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার কথা মাথায় রেখে টিকটক সহ আরও ৫৯টি চিনা অ্যাপ বয়কটের পথে হাঁটে ভারত সরকার।

সূত্রের খবর, বর্তমানে হংকংয়ের টিকটের প্রায় দেড় লক্ষের বেশি গ্রাহক ছিল। নতুন জাতীয় নিরাপত্তা আইন কায়েম হওয়ার পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগলের মতো কোম্পানিরা হংকং প্রশাসনকে গ্রাহকের তথ্য দিতে অস্বীকার করেছে। কিছুটা পরে হলেও সেই পথেই হাঁটল টিকটক। এদিকে টিকটকের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে আমেরিকাও। সম্প্রতি একথা জানান মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও। মার্কিন সচিবের বক্তব্য গ্রাহকের তথ্য সুরক্ষার কথা ভেবেই এই পথে হাঁটতে চাইছে আমেরিকা।

লাদাখের পর কি চিনের নজরে অরুণাচল! বেজিং এর ভুটান-স্ট্র্যাটেজি নিয়ে ঘুঁটি সাজাচ্ছে দিল্লি লাদাখের পর কি চিনের নজরে অরুণাচল! বেজিং এর ভুটান-স্ট্র্যাটেজি নিয়ে ঘুঁটি সাজাচ্ছে দিল্লি

English summary
tiktok leaves hong kong amid conflict with china and america also on the path of banning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X