For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেক অফের আগেই রানওয়েতে মুখ থুবড়ে পড়ল বিমান, আগুন লেগে হুলুস্থুল কাণ্ড, আহত ৪০ যাত্রী

টেক অফের আগেই রানওয়েতে মুখ থুবড়ে পড়ল বিমান, আগুন লেগে হুলুস্থুল কাণ্ড, ৪০ জন যাত্রী আহত

Google Oneindia Bengali News

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন টিবেট এয়ারলাইন্সের যাত্রীরা। চিনের চিংকিং বিমানবন্দরে েটক অফের সময় ঘটেছে এই দুর্ঘটনা। নির্ধারিত সময়েই ছাড়ার কথা ছিল বিমানটি। মোট ১১৩ জন যাত্রী ছিলেন বিমানে। ছিলেন ৯ জন ক্রু। টেক অফের ঠিক সময়েই সামনের রানওয়েেত মুখ থুবরে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভয়াবহ দুর্ঘটনার ভিডিও।

টেক অফের আগেই রানওয়েতে মুখ থুবড়ে পড়ল বিমান, আগুন লেগে হুলুস্থুল কাণ্ড, ৪০ জন যাত্রী

নির্ধারিত সময়েই চিংকিং বিমান বন্দর থেকে ওড়ার কথা ছিল তিব্বত এয়ারলাইন্সের বিমানটির। কিন্তু টেক অফের শুরুতেই যে এমন বিপত্তি ঘটনা ঘটবে আঁচ করতে পারেননি কেউ। হঠাৎই রানওয়েতে মুখ থুবরে পড়ে বিমান। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে। বিমানের ভেতরে তখন ১১৩ জন যাত্রী। তার সঙ্গে ৯ জন ক্রু। সকলেই ভাবছেন প্রাণ বাঁচাবেন কীভাবে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে পড়িমড়ি করে বিমানের ভেতর থেকে প্রাণ বাঁচাতে বেরিয়ে আসছেন যাত্রীরা। হুড়োহুড়িতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। বড় কোনও দুর্ঘটনা ঘটতেই পারত কিন্তু বরাত জোরে সেটা ঘটেনি।

তিব্বত এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে সব যাত্রীকেই নিরাপদে সেখান থেকে নামিয়ে আনা হয়েছে। সূত্রের খবর বিমান ওড়ার আগে েয রুটিন পরীক্ষা করা হয় তাতে কিছু গলদ ধরা পড়েছিল। তারপরেই উড়ান যাবে না বলে স্থির করা হয়। কিন্তু তার আগেই রানওয়েতে বিমানটি ছুটতে শুরু করেছিল। গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই দুর্ঘটনাটি ঘটে বলে বিমান সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে। আগুন ধরে যাওয়ায় বিমানের একটি অংশ এবং একটি ডানা সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাঝ আকাশে পাইলট অসুস্থ, সুস্থভাবে বিমান মাটিতে নামিয়ে আনলেন যাত্রীমাঝ আকাশে পাইলট অসুস্থ, সুস্থভাবে বিমান মাটিতে নামিয়ে আনলেন যাত্রী

কোনও রকমে যাত্রীরা প্রাণে বাঁচলেও তাঁদের চোখমুখ থেকে এখনও আতঙ্ক কাটছে না। যে ৪০ জন যাত্রী আহত হয়েছেন তাঁদের কারোর আঘাতই গুরুতর নয় বলে জািনয়েছে বিমানসংস্থাটি। অধিকাংশ আহতকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে িচনের গুয়াংঝাও যাওয়ার পথে একটি বিমান ২৯ হাজার ফুট উচ্চতা থেকে ভেঙে পড়েছিল। তাতে ১৩২ জন যাত্রী মারা যান। এখনও সেই বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি।

English summary
Tibel Airlines plane crash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X