For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এর রসায়নে 'নোবেল' ঘোষণা! লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে গবেষণায় পুরস্কার পাচ্ছেন ৩ বিজ্ঞানী

২০১৯-এ রয়াসনে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তিন বিজ্ঞানীকে। তাঁরা হলেন জন বি গুডেনা, এম স্ট্যানলে হুটিঙ্গল এবং আকিরা ইয়োসিনো।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এ রয়াসনে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তিন বিজ্ঞানীকে। তাঁরা হলেন জন বি গুডেনা, এম স্ট্যানলে হুটিঙ্গল এবং আকিরা ইয়োসিনো। লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে গবেষণার জন্য তাঁদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারিতে শক্তি সংরক্ষণের ক্ষেত্রে নতুন আকাশ দিয়েছেন এই তিন বিজ্ঞানী। যা গাড়ি, মোবাইল ফোন এবং অন্য ইলেকট্রনিক ডিভাইসকে যথেষ্টই সাহায্য করবে।

২০১৯-এর রসায়নে নোবেল ঘোষণা! লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে গবেষণায় পুরস্কার পাচ্ছেন ৩ বিজ্ঞানী

জন বি গুডেনা ইউনিভার্সিটি অফ টেক্সাস, এম স্ট্যানলে হুটিঙ্গল স্টেট ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক এবং আকিরা ইয়োসিনো আসাই কাসেই কর্পোরেশন অ্যান্ড মিজো ইউনিভার্রসিটিতে কর্মরত।

তাঁরা ৯ মিলিয়ন ক্রনর(৯১৮,০০০ ডলার) ভাগ করে নেবেন। গোল্ড মেডেলের সঙ্গে ডিপ্লমা দেওয়া হবে। অসলোতে অনুষ্ঠানটি হবে ১০ ডিসেম্বর।

ডিনামাইটের আবিষ্কারক সুইডিস শিল্পপতি অ্যালফ্রেড নোবেল এই পুরস্কার দেওয়া শুরু করেছিলেন। পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান এবং সাহিত্যে নোবেল দেওয়া হয়ে থাকে।

English summary
Three scientists get Nobel Prize in Chemistry in 2019 for works on lithium-ion batteries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X