For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুক স্ট্যাটাসের জেরে সংঘর্ষে গাজীপুরে তিনজন নিহত

ফেসবুকের স্ট্যাটাসের জের ধরে বাংলাদেশে এর আগেও সহিংসতার ঘটনা ঘটেছে। একাধিকবার ফেসবুকে মন্তব্য বা পোস্টের জের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাও ঘটেছে।

  • By Bbc Bengali

ফেসবুকের স্ট্যাটাসের জের ধরে বাংলাদেশে এর আগেও সহিংসতার ঘটনা ঘটেছে।
Getty Images
ফেসবুকের স্ট্যাটাসের জের ধরে বাংলাদেশে এর আগেও সহিংসতার ঘটনা ঘটেছে।

ঢাকার কাছে গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুক স্ট্যাটাসের জের ধরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ওসি নাঈম হোসেন।

তিনি জানান, ''শনিবার রাত সাড়ে এগারোটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ৭/৮ জন আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনের মৃত্যু হয়েছে। ছুরি বা ধারালো অস্ত্রের আঘাতে তাদের মৃত্যু হয়েছে।''

''প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, একটি মেয়েকে ঘিরে ফেসবুকে দেয়া স্ট্যাটাসের জের ধরে এই সংঘর্ষ ঘটেছে। কেন বা কি উদ্দেশ্যে সেটা দেয়া হয়েছে, তা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি।''

তিনি জানান, ওই সংঘর্ষের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ফেসবুকের স্ট্যাটাসের জের ধরে বাংলাদেশে সহিংসতার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়।

গত শুক্রবার রাতেই সিলেটের বিয়ানীবাজারের জলঢুপে ফেসবুকের মন্তব্যের জের ধরে সংঘর্ষে কমপক্ষে ছয় জন আহত হয়।

গত বছরের ২৬শে নভেম্বর গোপালগঞ্জের কাশিয়ানিতে একটি ফেসবুক স্ট্যাটাসের জের ধরে সংঘর্ষে ৩০ জন আহত হয়। তার আগে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পোস্টে ঘিরে সংঘর্ষে আহত হয়েছিল ১৫ জন।

বাংলাদেশে বিভিন্ন সময় ফেসবুকে মন্তব্য বা পোস্টের জের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাও ঘটেছে।

English summary
Three killed in Gazipur clash in Bangladesh over Facebook status
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X