
অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি! অর্থনীতিতে নোবেল পাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
২০১৯-এর নোবেল প্রাপকদের তালিকায় এবার এক বাঙালি। অর্থনীতিতে এবার নোবেল প্রাপকদের তালিকায় রয়েছেন অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়। তিনি নোবেল জয়ী অপর অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ছাত্র। তাঁর সঙ্গে বাকি যাঁরা এবার অর্থনীতিতে নোবেল পাচ্ছেন তাঁরা হলেন এস্থার ডাফলো এবং মাইকেল ক্রেমার। এঁদের মধ্যে এস্থার ডাফলো অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।

অর্থনীতিতে দারিদ্র নিয়ে গবেষণা করেছেন এই তিনজন। তাঁরা ৯ মিলিয়ন ক্রনর(৯১৮,০০০ ডলার) ভাগ করে নেবেন। গোল্ড মেডেলের সঙ্গে ডিপ্লমা দেওয়া হবে। অসলোতে অনুষ্ঠানটি হবে ১০ ডিসেম্বর।
অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়ের জন্ম, স্কুল ও কলেজ জীবন কেটেছে কলকাতায়। পড়াশোনা সাউথ পয়েন্টের পর প্রেসিডেন্সিতে। এরপর হার্ভার্ড এবং কেম্ব্রিজে পড়াশোনা। বর্তমানে তিনি আমেরিকার নাগরিক।
ডিনামাইটের আবিষ্কারক সুইডিস শিল্পপতি অ্যালফ্রেড নোবেল এই পুরস্কার দেওয়া শুরু করেছিলেন। পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান এবং সাহিত্যে নোবেল দেওয়া হয়ে থাকে।
The #NobelPrize for Economic Sciences has been awarded to Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer “for their experimental approach to alleviating global poverty.” pic.twitter.com/PFZAr1l9P7
— ANI (@ANI) October 14, 2019