For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ত্র ছাড়ো না হয় এবার পারমাণবিক হামলা, রুশ হুমকির মুখে ইউক্রেন সেনা

অস্ত্র ছাড়ো না হয় এবার পারমাণবিক হামলা, রুশ হুমকির মুখে ইউক্রেন সেনা

  • |
Google Oneindia Bengali News

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ৫০ দিন পেরিয়ে গিয়েছে৷ চেয়েও কিয়েভ জয় করতে পারনে মস্কো৷ উল্টে বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সূত্রের খবর এবার সরাসরি ইউক্রেনবাহিনীকে পারমাণবিক আক্রমণের হুমকি দিল রাশিয়া।

কী বলছে পুতিনবাহিনী?

কী বলছে পুতিনবাহিনী?

মঙ্গলবার ইউক্রেনীয় বাহিনীকে অবিলম্বে অস্ত্র ত্যাগ করার জন্য সতর্ক করেছে পুতিনের বাহিনী। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালানোর পরিকল্পনা করছে এরকম খবর সামনে আসার মাঝেই রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এই সতর্কতা এসেছে। শনিবার জেলেনস্কি জানিয়েছে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে এবং তার জন্য অসংখ্য উপায়ে প্রস্তুত থাকতে হবে ইউক্রেনকে৷ এরপরই রাশিয়ার পক্ষ থেকে হুমকি এসেছে৷

কী বলছেন জেলেনস্কি?

কী বলছেন জেলেনস্কি?

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। সম্প্রতি জেলেনস্কি সাংবাদিকদের বলেন, 'বিশ্বকে অপেক্ষা করতে হবে না। বিশ্বকে প্রস্তুত হতে হবে।' রাশিয়া ইউক্রেন আক্রমণের পর পর প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া তখনই পারমাণবিক অস্ত্রের আশ্রয় নেবে যদি তারা মনে করে যে তার নিজের অস্তিত্বের জন্য হুমকি রয়েছে। যদিও ইউক্রেন সেনাবাহিনীকে অস্ত্র ত্যাগ নিয়ে হুমকি দেওয়া নিয়ে রাশিয়ার পক্ষ থেকে আর কোনও রকম বক্তব্য সামনে আসেনি৷ তবে যুদ্ধ শেষ করা নিয়ে যে রাশিয়া মরিয়া হয়ে উঠছে তা ক্রমশ স্পষ্ট হচ্ছে৷

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে একহাত নিয়েছেন জেলেনস্কি!

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে একহাত নিয়েছেন জেলেনস্কি!

প্রসঙ্গত রবিবার আমেরিকা সহ ন্যাটো এবং ইউরোপিয় ইউনিয়নকে একহাত নিয়েছিলেন জেলেনস্কি! ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, আমি আর বিশ্বকে বিশ্বাস করি না। আমরা আর কারও প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না। রাশিয়া আমাদের দেশ আক্রমণের পর থেকে আমরা আমাদের প্রতিবেশীদের বিশ্বাস করি না। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, আমাদের একমাত্র বিশ্বাস হল নিজের প্রতি, আমাদের জনগণের প্রতি, আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি। আমরা দেখতে চাই যে আশেপাশের দেশগুলি কেবল কথায় নয়, তাদের ক্রিয়াকলাপে আমাদের সমর্থন করবে।'

জেলেনস্কি বলেছেন, রাশিয়া আবার কিয়েভ দখল করতে চাইবে!

জেলেনস্কি বলেছেন, রাশিয়া আবার কিয়েভ দখল করতে চাইবে!

তবে এখানেই শেষ হয় শুক্রবার জেলেনস্কি সংবাদমাধ্যমকে বলেছেন, আন্তর্জাতিক গণহত্যা দিবসকে স্মরনে রেখে বিশ্ব নেতাদের 'এরকমটা আর কখনো নয়' এরকম কথা বলার সময় হয়েছে৷ বুচার গণহত্যার প্রসঙৃগ তুলে জেলেনস্কি বলেছেন, 'এরকম গণহত্যা আর কখনও নয় বলার সময় উপস্থিত হয়েছে। এখন সত্যিই, অনেকে এই বিষয়ে কথা বলছে এবং যদিও এখনও সবাই সাহস পায়নি প্রতিবাদের কিংবা সরাসরি ইউক্রেনের পাশে দাড়ানোর।' তিনি আরও যোগ করেছেন যে, 'রাশিয়া কিয়ভ থেকে সেনা প্রত্যাহার করেছে, তবে এর অর্থ এই নয় যে রাশিয়া আর ইউক্রেনের রাজধানী দখল করার চেষ্টা করবে না। ডনবাসকে দখল করে নিতে পারলেই আবার তারা কিয়ভে মনোনিবেশ করবে।'

চরমে অর্থনৈতিক পরিস্থিতি, দোষ স্বীকার করলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতিচরমে অর্থনৈতিক পরিস্থিতি, দোষ স্বীকার করলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি

English summary
This time the Ukrainian army is facing a Russian threat of nuclear war if they do not give up weapons
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X