For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা সমকামী দম্পতি, দু’‌জনেই একসঙ্গে সন্তান প্রসব করলেন এই প্রথমবার

মহিলা সমকামী দম্পতি, দু’‌জনেই একসঙ্গে সন্তান প্রসব করলেন এই প্রথমবার

Google Oneindia Bengali News

ব্রিটেনের এক সমকামী দম্পতি বিশ্বে প্রথমবার সন্তানের জন্ম দিলেন। তবে দু’‌জনেই তাঁদের গর্ভে সন্তানকে ধারণ করেছিলেন বলে সংবাদ মাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে।

মহিলা সমকামী দম্পতি, দু’‌জনেই একসঙ্গে সন্তান প্রসব করলেন এই প্রথমবার


২৮ বছরের জসমিন ফ্রান্সিস–স্মিথ তাঁর স্ত্রী ৩০ বছরের ডোনার সঙ্গে ডিম্বাশয় ব্যবহার করে '‌মাতৃত্বের স্বাদ’‌ ভাগ করে নিয়ে ওটিসের জন্ম দেন। গত ৩০ সেপ্টেম্বর এই শিশুটি জন্মেছে বলে জানা গিয়েছে। এর আগে এই পদ্ধতিতে শুধুমাত্র কৃত্রিভাবে ডিম থেকে শিশুর জন্ম দেওয়া হতো। কোলচেস্টারের এসেক্সে এই দম্পতি থাকেন বলে জানা গিয়েছে। নতুন এই পদ্ধতিতে, এক মহিলার কাছ থেকে প্রাপ্ত ডিম প্রথমে ল্যাবটরিতে নিষিক্ত করা হয়, তারপরে কিছুদিন গর্ভে সেবন করা হয়। এরপর সন্তান প্রসবের আগে পর্যন্ত তা অন্য গর্ভে স্থানান্তরিত করা হয়। এ ক্ষেত্রে প্রথমে ডোনা প্রায় ১৮ মাস তাঁর গর্ভে ডিম্বানুটি রেখে দিয়েছিলেন এবং এরপর তা স্থানান্তর করা হয় জসমিনের গর্ভে। এই সমকামী দম্পতি শুক্রাণু দাতার কাছ থেকে শুক্রাণু নিযেছিলেন, যদিও সেই দাতা এঁদের কাছে অপরিচিত। নতুন এই কৌশলটির একটি সুবিধা হল ভ্রুণটি ল্যাবে না বেড়ে কোনও জূবন্ত শরীরে বেড়ে উঠল। অবশ্য এতে ঝুঁকিও ছিল অনেকটাই।

লন্ডন ওম্যান’‌স ক্লিনিক, যেখানে এই বিরল জাতীয় প্রসব হয়, তার মুখপাত্র জানান, এই পদ্ধতিতে সন্তান প্রসবের ফলে উভয় অভিভাবকই গর্ভাবস্থার বাস্তব ও আবেগজড়িত মুহূর্তের সাক্ষী থাকতে পারলেন।

ইভিএম কারচুপির প্রতিবাদে ১৬,০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রমের সিদ্ধান্ত উত্তরাখণ্ডের প্রৌঢ়ের ইভিএম কারচুপির প্রতিবাদে ১৬,০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রমের সিদ্ধান্ত উত্তরাখণ্ডের প্রৌঢ়ের

English summary
Jasmine Francis-Smith (28) gave birth to Otis by using an egg that was incubated by her 'wife' Donna (30) in a pioneering procedure known as 'shared motherhood'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X