For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ত্রীকে ঘুমোতে দিয়ে টানা ৬ ঘণ্টা বিমানে দাঁড়িয়ে সফর প্রৌঢ়ের, ছবি ভাইরাল সোস্যাল মিডিয়ায়

স্ত্রী যাতে ঘুমোতে পারে সেকারণে বিমানে নিজের সিট ছেড়ে দিয়ে টানা ৬ ঘণ্টা দাঁড়িয়ে সফর করলেন প্রৌঢ়। ছবিটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিমানেরই এক যাত্রী।

Google Oneindia Bengali News

স্ত্রী যাতে ঘুমোতে পারে সেকারণে বিমানে নিজের সিট ছেড়ে দিয়ে টানা ৬ ঘণ্টা দাঁড়িয়ে সফর করলেন প্রৌঢ়। ছবিটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিমানেরই এক যাত্রী। মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। ৬ সেপ্টম্বর পোস্ট হওয়া ছবিটি এরই মধ্যে ১৫,৮০০টি লাইক এবং ৩৫০০০ রিটুইট পেয়েছে।

স্ত্রীকে ঘুমোতে দিয়ে টানা ৬ ঘণ্টা বিমানে দাঁড়িয়ে সফর প্রৌঢ়ের, ছবি ভাইরাল সোস্যাল মিডিয়ায়

নেটিজেনরা যদিও এই ছবিটির নিয়ে দ্বিধাবিক্ত। কেউ পোস্ট করেছেন একেই বলে ভালবাসা। স্ত্রীর জন্য এতোটা কষ্ট করছেন এই বয়সে। অনেকে আবার বিরুপ প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁরা লিখেছেন এটা ভালবাসা নয় অত্যাচার। কেউ আবার লিখেছেন ঘুম পেেতই পারে স্বামীর কাঁধে মাথা রেখেও তো ঘুমোনো যেত। তার জন্য একজনকে টানা ৬ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে কেন?

কেউ আবার সমালোচকদের সতর্ক করে লিখেছেন, পুরোটা না জেনে মতামত দেওয়া উচিত নয়। ব্যক্তি স্ত্রী অসুস্থও থাকতে পারেন। সেকারণেই হয়তো এই কাজ করতে বাধ্য হয়েছেন তিনি।

[আরও পড়ুন:গাঁজাখোর করাচি, আন্তর্জাতিক তালিকায় ভারতকে হারাল পাকিস্তান][আরও পড়ুন:গাঁজাখোর করাচি, আন্তর্জাতিক তালিকায় ভারতকে হারাল পাকিস্তান]

অনেকে আবার লিখেছেন টানা ৬ ঘণ্টা এভাবে দাঁড়িয়ে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়তে পারতেন প্রৌঢ়। তাঁরও তো বয়স হয়েছে। স্ত্রীর উচিত ছিল মিনিট দশেক ঘুমিয়ে নিয়ে স্বামীকে বসার জায়গা করে দেওয়া। মোটের উপর সেই ঘটনায় নায়ক-নাকিয়া কী চেয়েছেন বা কেন এই কাজ করেছেন তাঁরা সেটা তাঁরাই বলতে পারবেন ভাল। তবে এই ঘটনায় বেশিরভাগ নেটিজেনই যে অসন্তুষ্ট সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: আলিবাবা থেকে অবশেষে অবসর জ্যাক মা-র][আরও পড়ুন: আলিবাবা থেকে অবশেষে অবসর জ্যাক মা-র]

English summary
This guy stood up the whole 6 hours so his wife could sleep
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X