For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে টিকাকরণ শুরু হলেও, এখনও ৩৬টি দেশ অপেক্ষা করছে কোভিড ভ্যাকসিনের জন্য

এখনও ৩৬টি দেশ অপেক্ষা করছে কোভিড ভ্যাকসিনের জন্য

Google Oneindia Bengali News

ভারত সহ বেশ কিছু দেশে করোনা ভাইরাস ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‌হু) বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ করোনার শটগুলি ন্যায়সঙ্গত বিতরণের আহ্বান সত্ত্বেও কমপক্ষে ৩৬ টি দেশে এখনও কোভিডের প্রথম ডোজ সরবরাহ করা হয়নি। হু ইতিমধ্যেই দেশগুলির কাছে আর্জি জানিয়েছে যে বছরের প্রথম ১০০ দিনের মধ্যে সব দেশে টিকাকরণ শুরু করে দেওয়ার জন্য একসঙ্গে কাজ করতে হবে। ইতিমধ্যেই বিশ্বের ১৭৭টি দেশ মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকাকরণ কর্মসূচি শুরু করে দিয়েছে।

১০০ দিনের লক্ষ্য হু–এর

১০০ দিনের লক্ষ্য হু–এর

হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেয়াসাস বলেন, '‌বছরের প্রথম ১০০ দিন শেষ হতে মাত্র ১৫ দিন বাকি রয়েছে, আর এখনও ৩৬টি দেশ অপেক্ষা করে রয়েছে ভ্যাকসিনের জন্য যাতে তারা তাদের দেশের স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের টিকাকরণ শুরু করে দিতে পারে।'‌ হু প্রধান এও বলেন, '‌এর মধ্যে পরবর্তী ১৫ দিনের মধ্যে ১৬টি দেশ কোভ্যাক্সের প্রথম ডোজ গ্রহণ করবে। বাকি থাকবে ২০টি দেশ, যারা প্রস্তুত রয়েছে টিকাকরণের জন্য এবং অপেক্ষা করছে। কোভ্যাক্স বিতরণের জন্য প্রস্তুত কিন্তু আমরা ভ্যাকসিন সরবরাহ করতে পারি না।'‌

 হু–এর উদ্যোগ

হু–এর উদ্যোগ

কোভ্যাক্সের উদ্যোগের নেতৃত্বে রয়েছে হু, এর সঙ্গে যুক্ত রয়েছে কোয়ালিশেন ফর এপিডেমিক প্রিপারডনেস ইনোভেশন (‌সিপি)‌ ও গাভি, যাদের লক্ষ্য বিশ্বজুড়ে সকোভিড ভ্যাকসিন ন্যায়সঙ্গতভাবে বিতরণ করা হোক। একমাসে কোভ্যাক্সের ৩২ কোটি ডোজ ৬১টি দেশে বিতরণ করা হয়েছে।

 কোভিড ভ্যাকসিন সরবরাহে দেরি

কোভিড ভ্যাকসিন সরবরাহে দেরি

হু অন্যদিকে এও জানিয়েছে যে দ্বিপাক্ষিক চুক্তি, রপ্তানি নিষিদ্ধকরণ, ভ্যাকসিন জাতীয়তাবাদ এবং কূটনীতি ভ্যাকসিন বাজারে বিকৃতি সৃষ্টি করেছে, সরবরাহ ও চাহিদার স্থুল বৈষম্য রয়েছে সেখানে। হু জানিয়েছে, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় প্রস্তুত হওয়া কোভ্যাক্স ভ্যাকসিনের সরবরাহ নিম্ন-আয়ের দেশগুলিতে পাঠানোর কথা থাকলেও তা মার্চ-এপ্রিলে পাঠাতে দেরি হচ্ছে কারণ ভারতে এখন করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ চলছে।

 ভারতে টিকাকরণ

ভারতে টিকাকরণ

ইতিমধ্যেই ভারতে করোনা ভ্যাকসিন টিকাকরণের প্রথম কর্মসূচি গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। প্রথম দফায় যেখানে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া হয়েছিল এখন দ্বিতীয় দফায় চলছে টিকাকরণ, সেখানে ষাটোর্ধ্ব ও ৪৫ বছরের ওপরে থাকা ব্যক্তিদের টিকা দেওয়া হবে। তবে ১ এপ্রিল থেকে দেশে তৃতীয় দফার টিকাকরণ শুরু হবে যেখানে ৪৫ বছরের ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। ‌

শান্তনু ঠাকুরের প্রশংসা, বাংলাদেশের ওড়াকান্দি থেকে মতুয়া আবেগ ছুঁয়ে গেলেন মোদীশান্তনু ঠাকুরের প্রশংসা, বাংলাদেশের ওড়াকান্দি থেকে মতুয়া আবেগ ছুঁয়ে গেলেন মোদী

English summary
thirty six countries await covid 19 vaccines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X