For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাসে তৃতীয়বার কোনও মার্কিন প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট শুনানি শুরু! কোণঠাসা ট্রাম্প

  • |
Google Oneindia Bengali News

মার্কিন রাজনীতির ইতিহাসে তৃতীয়বার কোনও প্রেসিডেন্টকে ইম্পিচ করা হচ্ছে। আর এই প্রক্রিয়ায় তৃতীয় ব্যক্তি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার অপব্যবহার ও মার্কিন কংগ্রেসকে বাধা, এই দুই ইস্যুতে ট্রাম্প এই মুহূর্তে নিজের দেশে কার্যত কোণঠাসা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুনানি।

সেনেট পরিবর্তিত হয়েছে আদালত কক্ষে

সেনেট পরিবর্তিত হয়েছে আদালত কক্ষে

এই তৃতীয়বারের জন্য মার্কিন সেনেট কার্যত আদালত কক্ষে পরিবর্তিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ইম্পিচমেন্টের জন্য যাবতীয় আয়োজন করে তার নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি।যাঁকে ট্রাম্প,'মার্কিন ইতিহাসের সবচেয়ে খারাপ স্পিকার' বলে আখ্যা দিয়েছিলেন। সেখানে রয়েছেন চিফ জাস্টিস জন রবার্টস। তিনিই এই শুনানির প্রিসাইডিং অফিসার।

মার্কিন সাধারণ নির্বাচনের বছরে ইম্পিচমেন্ট

মার্কিন সাধারণ নির্বাচনের বছরে ইম্পিচমেন্ট

মূলত, আজকের এই শুনানিতে বিচারকের আসনে বসে থাকা ৪ জন ডেমোক্র্যাট নেতা আজ ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করতে চলেছেন। যে বছর মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণ নির্বাচনের দিকেস এগিয়ে যাচ্ছে , সেই বছরে সেদেশের প্রেসিডেন্টের এমন ইম্পিচমেন্ট নিঃসন্দেহে সেদেশে প্রাসঙ্গিক।

পেলোসি বনাম ট্রাম্প

পেলোসি বনাম ট্রাম্প

রিপাবলিকানদের দখলে থাকা মার্কিন সেনেটে তাঁদেরই নেতা তথা মার্কিন প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট করার আগে বহু কাঠখড় পোড়াতে হয় মার্কিন ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসিকে। রিপাবলিকানদের সঙ্গে শর্ত নিশ্চিত হতেই ইম্পিচমেন্টের ঘোষণা হয়। এরপরই ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়ে পেলোসি বলেন, যে শপথ নিয়ে ট্রাম্প তখতে বসেছেন, তারই বিরুদ্ধাচারণ করে ক্ষমতার অপব্যবহার করছেন তিনি। আর তাঁর বিরুদ্ধে তাই তদন্ত হবে। এদিকে গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য তদন্তের নামে কোনও 'প্রহসন' এ তিনি সামিস হবেন না।

English summary
Third Time in History US President goes on trial, Trump's impeachment begins.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X