For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খালিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ! অস্ট্রেলিয়ায় নিশানায় তৃতীয় হিন্দু মন্দির

অস্ট্রেলিয়ায় ফের মন্দিরের দেওয়াল বিকৃত করার ঘটনা। এই ঘটনা এনিয়ে তৃতীয়বার। মেলবোর্নে ইসকনের মন্দিরের দেওয়ালে স্লোগান লেখার পাশাপাশি ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ায় ফের খালিস্তানপন্থীদের নিশানায় হিন্দু মন্দির। খালিস্তানি সমর্থকরা ভারত বিরোধী স্লোগান দিতে দিতে আরও একটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালায় বলে জানা গিয়েছে। এটি সেখানে মন্দিরে হামলার তৃতীয় ঘটনা। খালিস্তানপন্থীরা খালিস্তান জিন্দাবাদ এবং হিন্দুস্তান মুর্দাবদ স্লোগান দেয়।

অস্ট্রেলিয়ায় প্রশাসন তৃতীয় এই ঘটনাটি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে। এই ঘটনার আগের দুটি ঘটনা নিয়ে ভারতের বিদেশমন্ত্রক ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।

মন্দিরের দেওয়াল বিকৃত

অস্ট্রেলিয়া হিন্দু মিডিয়ার একটি টুইট অনুসারে মেলবোর্নের অ্যালবার্ট পার্কের একটি ইসকন মন্দিরে স্লোগান লিখে বিকৃত করা হয়। টুইটে উল্লেখ করা হয়েছে, অ্যালবার্ট পার্কের ইসকন মন্দিরের দেওয়ালে ভিন্দ্রেওয়ালে, খালিস্তান নিয়ে নানা কথা লেখা হয়েছে।

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ

অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে এব্যাপারে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সোমবার ভোরের দিকে মন্দিরের পরিচালনা কমিটি দেখতে পায় দেওয়া কিছু লেখা হয়েছে এবং বাইরের দিকে ভাঙচুর করা হয়েছে। ইসকনের তরফে জানানো হয়েছে, উপাসনার জায়গায় এই ধরনের ঘটনায় তারা হতবাক ও ক্ষুব্ধ।

এই ঘটনায় ক্ষুব্ধ মেলবোর্নের হিন্দুরা। তারা বলছেন, সেখানকার খালিস্তানপন্থীদের উৎসাহিত করার কারণেই এই পরিস্থিতি।

আগেও একই ধরনের ঘটনা

এর আগে মিল পার্কের স্বামী নারায়ণ মন্দিরের দেওয়ালে ভারত-বিরোধী এবং হিন্দু বিরোধী স্লোগান লেখা হয়েছিল। এর একসপ্তাহের মধ্যে ক্যারাম ডাউনসের শিব বিষ্ণু মন্দিরে খালিস্তানপন্থী স্লোগান লেখা হয়। গত সপ্তাহে বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেন ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ব্যারি ও ফারেল। তিনি জানান, দুটি ঘটনা নিয়ে প্রশাসন তদন্ত করছে। বাকস্বাধীনতায় সমর্থন থাকলেও, এই ঘরনের ঘটনাকে তারা সমর্থন করেন না বলে জানিয়েছেন হাই কমিশনার। তিনি বলেছেন, অস্ট্রেলিয়া ভারতের মতো বহু সংস্কৃতির দেশ। এই ধরনের ঘটনা তাদেরকে হতবাক করেছে।

বিদেশমন্ত্রকের প্রতিক্রিয়া

বিদেশমন্ত্রকের প্রতিক্রিয়া

ভারতের বিদেশমন্ত্রকের তরফে আগের দুটি বিষয় নিয়ে অস্ট্রেলিয়ার প্রশাসনকে জানানো পরে টুইটটি করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, অস্ট্রেলিয়ার কয়েকটি মন্দিরে ভাঙচুর করা হয়েছে। ভারত সরকার এই ঘটনার নিন্দা করছে। দুটি ঘটনাই মেলবোর্নে হয়েছে। প্রসঙ্গত তৃতীয় ঘটনাটিও মেলবোর্নের। তিনি আরও বলেছেন অস্ট্রেলিয়ার নেতা, সেখানকার সম্প্রদায়ের নেতা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি এইসব ঘটনার নিন্দা করেছে। মেলবোর্নের ভারতীয় কনস্যুলেটও বিষয়টি সেখানকার পুলিশের কাছে তুলে ধরেছে। ভারত সরকারও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।

ছবি সৌ: অস্ট্রেলিয়ান হিন্দু মিডিয়া/টুইটার

English summary
Third Hindu temple is targeted in Australia by Khalistani supporters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X