For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুরি করতে এসে শুধু ক্যাডবেরি নিয়ে গেল চোর, কাগজে লিখে চেয়ে গেল ক্ষমাও!

যখন চকোলেটের মতো কোনও কিছু আপনার খেতে ইচ্ছে করে তখন উপায় থাকলেও নিজেকে আপনি কোনওভাবেই বোধহয় আটকে রাখতে পারবেন না। খানিকটা তেমনই অভিজ্ঞতা হল মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসের এক ব্যক্তির।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

যখন চকোলেটের মতো কোনও কিছু আপনার খেতে ইচ্ছে করে তখন উপায় থাকলেও নিজেকে আপনি কোনওভাবেই বোধহয় আটকে রাখতে পারবেন না। খানিকটা তেমনই অভিজ্ঞতা হল মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসের এক ব্যক্তির। [পরিচারিকার সঙ্গে প্রেম স্বামীর, স্ত্রীর কাছে পর্দাফাঁস পোষা টিয়ার]

তবে তিনি নিজে চৌর্যবৃত্তি করেননি, তার শিকার হয়েছেন। আর তা দেখে রাগ তো দূরের কথা, হাসিতে ফেটে পড়েছেন তিনি। [যুবকের দেহ থেকে ১৮ সেন্টিমিটার লেজ কেটে বাদ দিলেন চিকিৎসকেরা]

চুরি করতে এসে শুধু ক্যাডবেরি নিয়ে গেল চোর, চেয়ে গেল ক্ষমাও!

আসলে ঘটনা হল, হান্টার জবিন্স নামে এক ব্যক্তি নিজের গাড়ি রাস্তার ধারে পার্ক করে মাত্র ১৫ মিনিটের জন্য গাড়ি থেকে দূরে ছিলেন। সেইসময়ে চোর এসে গাড়ি থেকে কিট-ক্যাট চকোলেট নিয়ে পালায়। গাড়ির কাঁচ অবশ্য ভাঙতে হয় চোরকে। দরজা খোলা পেয়ে চকোলেট নিয়ে সে ধাঁ হয়ে গিয়েছে। [নারী-পুরুষ একে অপরকে ছাড়াই জন্ম দিতে পারবে সন্তানের!]

তবে এই চোর পেশাদার নয়। নেহাতই লোভের বশে সে চুরি করেছে। কারণ চকোলেট নেওয়র পরে সে একটি ন্যাপকিনে চিঠি লিখে দুঃখপ্রকাশও করে গিয়েছে। জবিন্সকে লিখেছে, "আপনার কাপ হোল্ডারে কিট-ক্যাট দেখলাম। দরজাও খোলা ছিল। তাই আর লোভ সামলাতে না পেরে নিয়ে গেলাম। আর কিছু আমি নিইনি। আমি ক্ষুধার্ত ও দুঃখিত।" ['ফুটন্ত নদী'-র সন্ধান পেলেন বিজ্ঞানীরা]

এই ঘটনার কথা জানিয়ে টুইট করতেই কিট-ক্যাট সংস্থার তরফে জবিন্সকে নতুন চকোলেটের বার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে তার থেকেও চোরের কাণ্ড দেখে হেসে লুটোপুটি অবস্থা হান্টার জবিন্সের। [টিউমার ভেবে অপারেশন, বৃদ্ধার যোনি থেকে বেরল 'প্লাস্টিকের বল'!]

English summary
Thief breaks into car, only steals Kit Kat bar, leaves apology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X