For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন চিন! পাকিস্তানের বিদেশমন্ত্রীর বেজিং সফরের পরেই 'নতুন' করে বিবৃতি জারি

কাশ্মীর নিয়ে ভারত সরকারের পদক্ষেপে গভীরভাবে উদ্বিগ্ন চিন। পাকিস্তানের বিদেশমন্ত্রী সেদেশ সফরে যাওয়ার পর এমনটাই মন্তব্য চিনের।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর নিয়ে ভারত সরকারের পদক্ষেপে গভীরভাবে উদ্বিগ্ন চিন। পাকিস্তানের বিদেশমন্ত্রী সেদেশ সফরে যাওয়ার পর এমনটাই মন্তব্য চিনের। চিনের তরফে ভারত ও পাকিস্তানের মধ্যেকার সমস্যা রাষ্ট্র সংঘের চার্টারের মাধ্যমে দ্বিপাক্ষিক ভাবে এবং ১৯৭২-এর সিমলা চুক্তি অনুযায়ী মিটিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন চিন! পাকিস্তানের বিদেশমন্ত্রীর সফরের পরেই ফের বিবৃতি জারি

ঔপনিবেশিক শাসন থেকে বেরিয়ে আসার সময় থেকেই কাশ্মীর বিতর্কিত বিষয়। পিপলস রিপাবলিক অফ চায়নার বিদেশ মন্ত্রক থেকে জারি করা বিবৃতিতে একথা বলা হয়েছে। রাষ্ট্র সংঘের চার্টারের মাধ্যমে সঠিকভাবে, শান্তিপূর্ণভাবে সমস্থার সমাধানের ওপর জোর দিয়েছে চিন। একপক্ষীয় কোনও সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে মত প্রকাশ করেছে চিন।

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি চিনের বিদেশমন্ত্রী ওয়ার ই-র সঙ্গে দেখা করেন। এরপরেই চিনের তরফে এই বিবৃতি জারি করা হয়। সূত্রের খবর অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর চিনের তরফে সমর্থন আদায়ের জম্য পাকিস্তানের বিদেশমন্ত্রী বেজিং গিয়েছিলেন।

চিনের বিদেশমন্ত্রী বলেছেন, কাশ্মীর নিয়ে ভারত সরকারের পদক্ষেপে গভীরভাবে উদ্বিগ্ন চিন। দিনের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, তারা আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করে যাবে। যদিও একইসঙ্গে চিনের বিদেশমন্ত্রী বলেছেন, ভারত ও পাকিস্তান উভয়েই চিনের বন্ধু রাষ্ট্র।

ভআরতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস নিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত প্রসঙ্গে চিন বলেছে, বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। চিন বলেছে কোনও পক্ষেরই স্থিতাবস্থা পরিবর্তন করে উত্তাপ বাড়ানো উচিত নয়।

যদিও চিনের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের বিদেশমন্ত্রী বলেছেন, কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান অগ্রাসী। এমনটাই নাকি বলেছে চিন। চিনকে সঙ্গে করে পাকিস্তান কাশ্মীরিদের আওয়াজ বিশ্বের সামনে তুলে ধরতে চায়। বলেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের তিনদিনের চিন সফরের আগে পাকিস্তানের বিদেশমন্ত্রী চিন সফরে যান। অন্যদিকে, এই সপ্তাহের শুরুতে চিন লাদাখ নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে। লাদাখকে ইতিমধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এরই বিরোধিতা করেছে চিন। তাদের দাবি লাদাখ তাদের দেশের অংশ। পাল্টা ভারতের বিদেশমন্ত্রী বলেছে, লাদাখ নিয়ে তাদের সিদ্ধান্ত একেবারে ভারতের অভ্যন্তরীণ বিষয়।

পাকিস্তান ইতিমধ্যেই কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে তিনটি যুদ্ধ করেছে। ভারত জোর দিয়ে বলেছে, জম্মু ও কাশ্মীর দেশেরই অবিচ্ছেদ্য অংশ। সঙ্গে সেই এলাকা নিয়ে কোনও সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ বিষয়।

English summary
They are seriously concerned about India Govt's decisions on Kashmir, told China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X