ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইস্তফা! জানালেন থেরেজা মে
পরবর্তী ব্রেক্সিট আলোচনার আগেই তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে থেরেজা মে ইস্তফা দেবেন। সংবাদ মাধ্যমের খবর এমনটাই। নিজেই বুধবার সেকথা জানিয়েছেন বলে সূত্রের খবর। কোন ধরনের ব্রেক্সিট ব্রিটেন পেতে চায়, তা নিয়ে ব্রিটিশ সংসদে ভোটাভুটির আগেই একথা সামনে এল।

সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ সাংসদরা ভোটাভুটিতে থেরেজা মে-র সরকারকে হারিয়ে দেয়। তারাই দেশের সংসদ নিয়ন্ত্রণ করবেন, এই ক্ষমতা দিতেই এই ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। বলা যেতে পারে সংবিধানে এই সংশোধনের পক্ষে মত দেন সংখ্যাগরিষ্ঠ সাংসরদরা।
জানা গিয়েছে থেরেজা মে-র বিরুদ্ধে ভোট দিয়েছেন ৩০জনের বেশি কনজারভেটিভ এমপি।
গত সপ্তাহে প্রায় ১০ লক্ষের মতো মানুষ থেরেজা মে যেভাবে ব্রেক্সিট পর্যালোচনা করছেন, তার বিরোধিতায় সরব হয়েছিলেন। দ্বিতীয় গণভোটের দাবি করেছিলেন তারা।
২০১৬ সালে ৫০ শতাংশের ওপর ব্রিটিশ নাগরিক ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়তে চেয়ে ভোট দিয়েছিলেন। সেই সময়কার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ সমর্থন করেছিলেন। পরবর্তী সময়ে তিনি ইস্তফা দেন এবং থেরেজা মে দায়িত্ব নেন।