For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেরেসা মে-কে হারানোয় অনুঘটকের কাজ করলেন ভারতীয় বংশোদ্ভূতরাই

ব্রেক্সিট নিয়ে ভোটাভুটিতে হেরে গিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে।

  • |
Google Oneindia Bengali News

ব্রেক্সিট নিয়ে ভোটাভুটিতে হেরে গিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে। প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে যে বিতর্ক চলছিল তা যেন আরও উসকে গেল। বিরোধীরা তো বটেই তাঁর দলের সাংসদরাই ভোট দিলেন টেরেসার বিরুদ্ধে। এর মধ্যে আবার ভারতীয় বংশোদ্ভূত সাংসদরাও রয়েছেন। তাঁরাই হারের পথ প্রশস্ত করলেন টেরেসার জন্য।

টেরেসা মে-কে হারানোয় অনুঘটকের কাজ করলেন ভারতীয় বংশোদ্ভূতরাই

লেবার পার্টির যেমন সাতজন ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন, তেমনই ক্ষমতাসীন কনজারভেটিভ দলের তিনজন বিপক্ষে ভোট দিয়েছেন। এছাড়া অলোক শর্মা ও ঋষি সুনক নামে দুজন টেরেসার পক্ষে ভোট দিয়েছেন।

শর্মা শ্রম দফতরের প্রতিমন্ত্রী, আর সুনক হাউজিং দফতরের জুনিয়র মন্ত্রী। তিনি আবার ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই-ও বটে। যে তিনজন কনজারভেটিভ সাংসদ বিরুদ্ধে ভোট দিয়েছেন তাঁরা হলেন - প্রীতি প্যাটেল, শৈলেশ ভরা, সুয়েল্লা ব্রেভারম্যান। ভরা ও ব্রেভারম্যান এই চুক্তির বিষয়টি সামনে আসতেই নিজেদের মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন।

[আরও পড়ুন:কর্ণাটকে ফের ভাঙবে সরকার! আজ পদত্যাগের কানাঘুষো ১১ কংগ্রেস নেতার ][আরও পড়ুন:কর্ণাটকে ফের ভাঙবে সরকার! আজ পদত্যাগের কানাঘুষো ১১ কংগ্রেস নেতার ]

এখন যা পরিস্থিতি তাতে ব্রেক্সিট ইস্যুটি নানাদিকে মোড় নিতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতা না করেই ব্রেক্সিট হতে পারে। নতুন করে আলোচনার পর ব্রেক্সিট চুক্তির প্রস্তাব দেওয়া হতে পারে। ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটির পরে চুক্তির পরবর্তী ধাপ নির্ধারিত হতে পারে।

English summary
Theresa May’s Brexit deal made easy by Indian-origin MPs vote
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X