For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেল্টাক্রন বলে আদৌও কিছু নেই, ল্যাবে পরীক্ষার ত্রুটিতেই এরকম ফল বেরিয়েছে, জানাল WHO

ডেল্টাক্রন বলে আদৌও কিছু নেই, ল্যাবে পরীক্ষার ত্রুটিতেই এরকম ফল বেরিয়েছে, জানাল WHO

  • |
Google Oneindia Bengali News

ওমিক্রনের কারণে সারা বিশ্ব করোনার আরও একটি সংক্রমণের মুখোমুখি হয়েছে৷ ভারতও এর বাইরে নেই৷ ওমিক্রনের সংক্রমণের ক্ষমতা ডেল্টারও কয়েকগুণ বেয়ি তা প্রথম থেকেই বলে আসছিলেন বিশেষজ্ঞরা, এখন তা প্রমাণিতও। কিন্তু স্বস্তির বিষয় এখনও ডেল্টার মতো মারণ ক্ষমতা দেখায়নি ওমিক্রন। কিন্তু সম্প্রতি এক এক নতুন ভ্যারিয়েন্টের কথা বলছিলেন সাইপ্রাসের ভাইরোলজিস্ট।

ডেল্টাক্রন বলে আদৌও কিছু নেই, ল্যাবে পরীক্ষার ত্রুটিতেই এরকম ফল বেরিয়েছে, জানাল WHO

তাঁর দাবি ছিল ওমিক্রন ও ডেল্টা, করোনার এই দুটি স্ট্রেন মিলে নতুন এক করোনা প্রজাতি তৈরি করেছে যার নাম ডেল্টাক্রন৷ এ নিয়ে রীতিমতো হুলুস্থুল পড়ে গিয়েছিল সারা বিশ্বে৷ কিন্তু সম্প্রতি বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে ওমিক্রন বলে আসলে কিছুই নেই। এটি ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংর সময় ল্যাব ভুল হওয়ার কারণে ভুল ফল আসা মাত্র৷

টিমের দাবি ছিল P681R এবং 1452R ভ্যারিয়েন্টের জিনের গঠন লক্ষ্য করা গিয়েছে ডেল্টাক্রনে৷ আর এই একই রকম জিনের গঠন ছিল ডেল্টারও। তাই সাইপ্রাসের ওই ল্যাবের বিশেষজ্ঞদের অনেকেই দাবি করছিলেন যে হয়ত ওমিক্রন ও ডেল্টা জোট বেঁধে নতুন ডেল্টক্রন তৈরি করেছে৷ কিন্তু বিশ্ববাস্থ্য সংস্থার করোনা টেকনিক্যাল হেড মারিয়া ভান কেরখোভ এদিন বলেন, ডেল্টাক্রন, যেটি কিনা ডেল্টা ও ওমিক্রন মিলে তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছিল তা আসলে ভুল৷ আসলে ডেল্টাক্রন বলে কোনও স্ট্রেন নেই। ল্যাবে বিভিন্ন করোনা স্ট্রেন নিয়ে জিন সিকোয়েন্সিং পরীক্ষার সময় হওয়া কোনও ভুলের কারনেই এরকম হয়েছে।

বাতাসে ভাসলেও মাত্র ২০ মিনিটেই খেল খতম হয় করোনার বাতাসে ভাসলেও মাত্র ২০ মিনিটেই খেল খতম হয় করোনার

তিনি আরও বলেন আপনি করোনার দুটি আলাদা স্ট্রেনে সংক্রমিত হতেই পারেন৷ আবার কখনও করোনা ও মরশুমী ফ্লুতে একত্রে সংক্রমিত হতে পারেন৷ কিন্তু এর থেকে বাঁচার উপায় হল মাস্ক পরুন যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন এবং কেভিডবিধি মানুন।

WHO-র আর এক কর্তাব্যাক্তি মাইক রেয়ান বলেন, কোনও মানুষ একই সময়ে দুটি আলাদা আলাদা করোনা স্ট্রেনে সংক্রমিত হতে পারেন। এবং এটা হলে যে তাঁর অসুস্থা বাড়বে এমনটা নয়। কিন্তু অনেক সময় দুটি আলাদা স্ট্রেন একত্রিত হয়। তবে মানব শরীরে এই ভাইরাস স্ট্রেন একত্রিকরণের বিষয়টি সাধারণত হয় না৷ এটি বেশি দেখা যায় পশুদের শরীরে। তা সত্ত্বেও করোনায় সংক্রমিত হলে আইশোলেশনে থাকা জরুরি। বারবার সংক্রমিত হওয়া বা একই সঙ্গে বিভিন্ন স্ট্রেনে সংক্রমিত হওয়ার বিষয়টি এড়িয়ে চলা উচিৎ।

English summary
There is no such thing as a deltacron, is a result of error in lab test, said WHO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X