For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঢাকায় অবৈধ অটোর কারবার! অভিযুক্ত প্রশাসন ও শাসকদল

ঢাকায় অবৈধ অটোর কারবার। অভিযোগ, রাজধানী শহরে অনেক অটোর রেজিস্ট্রেশন হয়েছে জেলায়। নিয়ম অনুযায়ী সেইসব অটো রাজধানী ঢাকায় চলতে পারে না।

  • |
Google Oneindia Bengali News

ঢাকায় অবৈধ অটোর কারবার। অভিযোগ, রাজধানী শহরে অনেক অটোর রেজিস্ট্রেশন হয়েছে জেলায়। নিয়ম অনুযায়ী সেইসব অটো রাজধানী ঢাকায় চলতে পারে না। বৈধ অটোরিকশার মালিক ও চালকেদের অভিযোগ, বিষয়টি বহুবার প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

ঢাকায় অবৈধ অটোর কারবার! অভিযুক্ত প্রশাসন ও শাসকদল

অবৈধ অটোরিকশা চালাতে প্রতি মাসে তিন থেকে ছয় হাজার টাকা করে চাঁদা দিতে হয়। পুলিশ এই চাঁদার ভাগ পায়। ফলে অভিযুক্ত অটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। জানিয়েছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের আহ্বায়ক।

দেখা গিয়েছে, ধানমন্ডি ১৫ নম্বর থেকে অটোরিকশাগুলো চলে রায়েরবাজার পর্যন্ত। চালকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এই রুটে অবৈধ অটোরিকশা চালাতে দৈনিক ১৫০ টাকা করে চাঁদা দিতে হয়। পুলিশ কোনও বাধা দেয় কি না জানতে চাইলে তাঁরা বলেন, চাঁদার টাকার ভাগ পুলিশও পায়। তাই সমস্যা হয় না।

আবার রায়েরবাজার থেকে আঁটিবাজার পর্যন্ত রুটেও একইভাবে চলে ঢাকা জেলা থেকে রেজিস্ট্রি হওয়া অটোরিকশা। এই রুটের একাধিক চালক জানিয়েছেন, অটোরিকশাগুলো চালাতে প্রতিদিন ১৭০ টাকা করে চাঁদা দিতে হয়।
অটোচালকদের থেকে টাকা তোলার থাকা স্বীকার করেছেন স্থানীয় আওয়ামি লিগের এক নেতা। টাকা নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেছেন, টাকা তিনি নিজে তোলেন না। পুলিশসহ আরও লোকজন এই টাকার ভাগ পান।

জানা গিয়েছে, রুট ধরে এভাবে চাঁদা নেওয়ার ক্ষেত্রে কোনও রসিদ বা প্রমাণ রাখা হয় না।

অবৈধভাবে কতটি অটোরিকশা চলে, তার সঠিক হিসাব কোথাও পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, এই সংখ্যা অন্তত ১২ হাজার। আর ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের মতে, ঢাকায় অবৈধভাবে চলা অটোরিকশা সংখ্যা আরও অনেক বেশি।

সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই জানিয়েছেন, ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার।

English summary
There are several unauthorised auto rickshaws in Capital Dhaka of Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X