For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাসার উপগ্রহ চিত্রে ভয়ঙ্কর ছবি, ধরা পড়ল জ্বলছে আফ্রিকাও

শুধু আমাজন নয় জ্বলছে মধ্য আফ্রিকার বিস্তীর্ণ বনাঞ্চল। নাসার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে এই ভয়ঙ্কর ছবি। আর সেটা দেখে ঘুম উড়েছে পরিবেশবিদদের।

Google Oneindia Bengali News

শুধু আমাজন নয় জ্বলছে মধ্য আফ্রিকার বিস্তীর্ণ বনাঞ্চল। নাসার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে এই ভয়ঙ্কর ছবি। আর সেটা দেখে ঘুম উড়েছে পরিবেশবিদদের।

শুধু আমাজন নয় জ্বলছে আফ্রিকাও

শুধু আমাজন নয় জ্বলছে আফ্রিকাও

বিশ্বের সবচেয়ে বড় নিরক্ষীয় চিরহরিত বনাঞ্চল আমাজন। যাকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেওয়া হয়েছে। সেই বিশাল অরণ্য আজ আগুণের গ্রাসে। সেই আগুন এতোটাই তীব্র যে মহাকাশ থেকে ধরা পড়ছে সেই আগুনের ছবি। এতেই অবশ্য শেষ নয়। সম্প্রতি নাসার পাঠানো উপগ্রহ চিত্রে ধরা পড়েছে আরও ভয়ঙ্কর এক ছবি। সেখানে দেখা গিেয়ছে আমাজনের পাশাপাশি জ্বলছে মধ্য আফ্রিকার বিস্তীর্ণ বনাঞ্চল। দক্ষিণ কঙ্গো থেকে শুরু হয়েছে সেই আগুন। সেটা ছড়িয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার অ্যাঙ্গোলা এবং গ্যাবনেও।

মধ্য আফ্রিকায় কোন জঙ্গল রয়েছে

মধ্য আফ্রিকায় কোন জঙ্গল রয়েছে

দক্ষিণ কঙ্গোয় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম জঙ্গল। যার স্থান আমাজনের পরেই। একে পৃথিবীর দ্বিতীয় ফুসফুস বলা হয়। ৩.৩ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই বনাঞ্চল। যা ছড়িয়ে রয়েছে মধ্য এবং দক্ষিণ আফ্রিকার একাধিক দেশে। কঙ্গে থেকে শুরু হলেও তা ছড়িয়ে পড়েছে ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গো, গ্যাবন, ক্যামেরুন সহ একাধিক দেশে। এই বনাঞ্চলে একাধিক বিরল প্রজাতির প্রাণির বাস।

কী কারণে আগুন

কী কারণে আগুন

আমাজনে আগুন লাগার অন্যতম কারণ শুষ্ক আবহাওয়া বলে দাবি করেছে সেদেশের সরকার। যদিও এই নিয়ে বিস্তর সমালোচনা চলছে। দেশের মধ্যেই এই আগুন নিয়ে সরকারের সমালোচনা শুরু হয়ে গিয়েছে। উন্নয়ন আর কষিকাজের জন্য আমাজনে যথেচ্ছ বৃক্ষচ্ছেদন চলেছে। তার সঙ্গে পাল্লা িদয়ে চলেছে খনন কাজ। প্রথমে নাকি আমাজনের কৃষকরাই শুষ্ক রুক্ষ বৃক্ষে আগুন ধরিয়েছিলেন। সেটা ক্রমে ছড়িয়ে পড়ে গোটা জঙ্গলে। প্রেসিডেন্টের আমাজন নিয়ে উদাসীন আচরণই এর জন্য দায়ী বলে তীব্র বিরোধিতা শুরু হয়েছে। ব্রাজিলের পরিবেশকর্মীদের দাবি এর আগেও একাধিকবার আমাজনের জঙ্গলে আগুন লাগানো হয়েছে। তবে সে আগুন এভাবে ছড়িয়ে পড়েনি। এবং সরকার কোনও পদক্ষেপও করেনি।

তবে আফ্রিকার জঙ্গলে আগুন লাগার অন্যতম কারণ শুষ্ক আবহাওয়া বলে দাবি করছেন সেখানকার বাসিন্দারা। এবছর যে তীব্র গরমের শিকার হয়েছে আফ্রিকা এবং এশিয়ার দেশগুলি এই আগুন তারই কারণে বলে দাবি করা হচ্ছে। যদিও আমাজনের মতো এখানে আগুন লাগার সঠিক কারণের সন্ধান এখনও পাওয়া যায়নি।

English summary
There are more fires burning in the forests in central Africa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X