For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলংকার কাছে বাংলাদেশের শোচনীয় হারের চারটি কারণ

শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের একটি ম্যাচে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। মাত্র ৮২ রানে বাংলাদেশ অলআউট হবার পর জয় তুলে নিতে সময় লাগেনি শ্রীলংকার ব্যাটসম্যানদের।

  • By Bbc Bengali

শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের একটি ম্যাচে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করে বাংলাদেশ ৮২ রান তোলে, কোনো উইকেট না হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছায় লংকান উদ্বোধনী জুটি।

জয়ের জন্য শ্রীলংকা মাত্র ১১ ওভার ৫ বল সময় নেয়।

বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলংকার মধ্যে ত্রিদেশীয় ওয়ানডে ক্রিকেট সিরিজের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ।

তবে ফাইনাল নিশ্চিত করলেও চতুর্থ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি।

ব্যাটিং অর্ডারের মাত্র ২জন ব্যাটসম্যান দুই অঙ্কের সংগ্রহ পান।

মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করে বাংলাদেশ।

বাংলাদেশের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা মনে করেন, উইকেট পর্যবেক্ষণে ভুল করেছে টিম ম্যানেজমেন্ট। যার ফলে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, "এমন উইকেটে যে কোনো দলই ফিল্ডিং নেবে। জিম্বাবুয়ে ও শ্রীলংকার যে ম্যাচে ২৯০ ও ২৭৮ রান উঠেছে, বা বাংলাদেশ যে ম্যাচে ৩২০ রান তুলেছে, এটি সেই উইকেট ছিলোনা।"

তবে উইকেটের সমালোচনা করার পাশাপাশি মি: হীরার মতে, কঠিন মুহূর্তে পরিস্থিতির সাথে মানিয়ে খেলার প্রবণতা নেই বাংলাদেশের ব্যাটসম্যানদের।

মাত্র ২৪ ওভার টিকতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানরা।

বাংলাদেশের সবচেয়ে কম দলীয় সংগ্রহের তালিকায় এটি নবম।

প্রত্যেক ব্যাটসম্যানের আউটের ধরণ পর্যবেক্ষণে তিনি বলেন, "সাকিব রান আউট হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ যে পুলটি করেছেন সেটি সরাসরি ফিল্ডারের হাতে পৌঁছেছে। সাব্বির এসেই রিভার্স সু্‌ইপ করার চেষ্টা করছিলো, সেসময় তো উইকেটে থিতু হবার কথা। শেষ পর্যন্ত সাব্বির আউট হলেন ডাউন দা উইকেটে খেলতে গিয়ে, যেটা দৃষ্টিকটু।"

ব্যাটসম্যানদের আরো বেশি ধৈর্য ধরার কথা জানান মি: হীরা।

প্রথম তিন ম্যাচে অর্ধশতক পূর্ণ করা তামিম ইকবাল আউট হন ৫ রান করে।

এনামুল হক বিজয় প্রথম তিন ম্যাচে যথাক্রমে ১৭, ৩৫ ও ১ রান করার পর আজ শূন্য রানে সাজঘরে ফেরেন।

সাকিবও ফিরে যান ৮ রান করে। সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ৫৬ বলে ২৬ রানের ইনিংস খেলে ম্যাচে ফেরার চেষ্টা করলেও, কেউ তাকে সঙ্গ দিতে পারেননি।

শ্রীলঙ্কান পেস বোলার সুরঙ্গ লাকমল, দুশমন্থ চামিরা ও থিসারা পেরেরা মিলে মোট ৭ উইকেট নেন।

২৭শে জানুয়ারি শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

English summary
There are four reasons behind Bangladesh lost to Srilanka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X