For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন যুক্তরাষ্ট্রে দাপট বাড়ছে বাংলা ভাষার! নয়তো এই পদক্ষেপ কেন নেবে ট্রাম্পের দেশ

অনেকেরই দাবি সেদেশে বাংলার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে বলে এই পথে হাঁটতে বাধ্য হচ্ছে মার্কিন মুলুক।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রে ভাষার নিরিখে বাংলা সহ তামিল , পাঞ্জাবী,তলুগু, গুজরাতি কতটা জনপ্রিয়, তথা কতজন মানুষ এই সমস্ত ভাষাতে কথা বলেন, তা নিয়ে শুরু হতে চলেছে সমীক্ষা। মার্কিন সেনসাসে শেষমেশ এই সমস্ত দক্ষিণ এশিয়ার ভাষাকে নিয়ে সমীক্ষা জায়গা করে নিতে চলেছে। অনেকেরই দাবি সেদেশে বাংলার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে বলে এই পথে হাঁটতে বাধ্য হচ্ছে মার্কিন মুলুক।

মার্কিন যুক্তরাষ্ট্রে দাপট বাড়ছে বাংলা ভাষার! নয়তো এই পদক্ষেপ কেন নেবে ট্রাম্পের দেশ

উল্লেখ্য, ভারতে হিন্দি বাদে বাংলা ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলেন বলে দাবি এক সমীক্ষার। বিশ্বে মোট ৩০ কোটি মানুষ এই ভাষাতে কথা বলেন। এছাড়াও লন্ডনের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা হল বাংলা। শুধু এদেশ নয়, বাংলাদেশেরও ভাষা হল বাংলা। অন্যদিকে, ভারত বাদে পাকিস্তান ও ইতালিতে রয়েছে পাঞ্জাবী ভাষার চল। সরা বিশ্বে তামিলে কথা বলেন প্রায় ৭০ মিলিয়ন মানুষ। তবে এই ভারতীয় ভাষাটি জনপ্রিয়তার নিরিখে বাংলা খানিকটা পেছনে ফলেছে এগিয়ে রয়েছে আমেরিকায়। এমনই তথ্য উঠে আসছে মার্কিন সেনসাসে।

আপাতত পরিসংখ্যান বলছে ক্যালিফোর্নিয়ার ৪৮ শতাংশ মানুষই বাংলায় কথা বলেন বা বাঙালী । ফলে গঙ্গা পদ্মা পারের এই ভাষা সাত সমুদ্র পেরিয়েও নিজের দাপট বজায় রেখে , একথা বলাই চলে। মার্কিন মুলুকে যেভাবে ক্রমাগত বাংলা ভাষা ও বাঙালী প্রসারতা লাভ করছে তাতে এই ভাষার জনপ্রিয়তা আরও উত্তরোত্তর বাড়বে বলে ধারনা অনেকের। শুধু বাংলা কেন, তানিল তেলুগুর পাশাপাশি, দক্ষিণ এশিয়ার চিনা ভাষার প্রচলনও মার্কিন মুলুকে বাড়ছে বলে খবর।

English summary
As of last week, the US Census Bureau is taking stock of just how many people in the US speak Tamil—along with Punjabi, Telugu, and Bengali.Historically, the way the US census tracked South Asians was messy and often inaccurate—not tracking them at all or confusing them for white. But their ranks in the US have been growing.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X