For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অতিরিক্ত ট্রাফিকের শব্দ প্রভাব ফেলছে পাখিদের প্রজননেও, বলছে গবেষণা

অতিরিক্ত ট্রাফিকের শব্দ প্রভাব ফেলছে পাখিদের প্রজননেও

  • |
Google Oneindia Bengali News

অতিরিক্ত ট্রাফিকের আওয়াজই কালই হয়ে দাঁড়াচ্ছে বিশ্বব্যাপী পক্ষীকূলের স্বাস্থ্যের পক্ষে। এর আগেও এই বিষয়ে প্রমাদ গুনতে দেখা গিয়েছে বিশ্বের একাধিক পরিবেশবিদদের। সম্প্রতি জার্মানির 'ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি’ নামে একটি গবেষণা সংস্থার রিপোর্টে পাখিদের স্বাস্থ্য নিয়ে উঠে এল বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

পাখিদের সমস্যা

পাখিদের সমস্যা

জার্মানিতে বিজ্ঞানের অগ্রগতি নিয়ে কাজ করা ওই বিশেষজ্ঞ সংস্থার প্রকাশিত একটি প্রতিবেদন দেখা যাচ্ছে অতিরিক্ত ট্রাফিকের শব্দ পাখিদের স্বাস্থ্যে পাশাপাশি তাদের প্রজননের উপরেও বিশেষ প্রভাব ফেলে। এমনকি ট্রাফিক শব্দপ্রবন এলাকা গুলিতে যে পাখির জন্ম হয় সেগুলি আকারে অনেক ছোট হয় এনমকি তাদের শরীরে জন্ম থেকেই একাধিক রোগ বাসা বাঁধতে থাকে।

 প্রজননে বাধা

প্রজননে বাধা

এই প্রসঙ্গে বলতে গিয়ে গবেষণা সংস্থা ‘এমপিজি'-র অন্যতম বিশেষজ্ঞ স্যু অ্যান জোলিঞ্জার বলেন, ‘শান্ত পরিবেশে পাখিদের বংশবৃদ্ধির তুলনায় শব্দ প্রবণ এলাকায় পাখিদের প্রজনন তাদের ক্লান্তির পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেয়। যা তাদের শরীরের হরমোনের মাত্রাকেও বিশেষভাবে প্রভাবিত করে। এই গবেষণা থেকে স্পষ্টতই দেখা যাচ্ছে পাখিরা অত্যধিক শব্দ যুক্ত এলাকায় থাকতে এবং বংশবৃদ্ধিতে অভ্যস্ত নয়। '

পাখিদের নিয়ে গবেষণা

পাখিদের নিয়ে গবেষণা

‘কনজার্ভেশন বায়োলজি' নামক একটি জার্নালে প্রকাশিত ওই প্রতিবেদনটির সূত্র অনুযায়ী ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটির বিশেষজ্ঞরা ‘জেব্রা ফ্রিঞ্চ' প্রজাতির অস্ট্রেলিয়ার একধরণের পরিযায়ী পাখির উপর এই পরীক্ষা নিরীক্ষা চালান। গবেষণা চলাকালীন প্রায় ৮৮টি একই প্রজাতির পাখিকে দুটি দলে ভাগ করে একটা অংশকে রাখা ট্রাফিক শব্দ প্রবণ জায়গায় আর একদল কে রাখা হয় শব্দ নিরোধক জায়গায়।

চলেছে পরীক্ষা-নিরীক্ষা

চলেছে পরীক্ষা-নিরীক্ষা

এরপর তাদের গোটা প্রজননের সময়েই প্রথম দলটির পাখিদের শোনানো হয় জার্মানির ব্যস্ততম শহর মিউনিখের বিভিন্ন জনবহুল রাস্তার তীব্র ট্রাফিকের শব্দ। এর পরই দুটি দলে পৃথক করা পাখিগুলির শরীর ও প্রজনন পরবর্তী অবস্থার মধ্যে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করেন গবেষকেরা। দেখা যায় শব্দ প্রবণ জায়গায় থাকা পর সদ্য জন্মানো পাখির বাচ্চা গুলির আয়তন শব্দ নিরোধক জায়গায় থাকা পাখিদের তুলনায় অপেক্ষাকৃত অনেকটাই কম। এমনকি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাকিদের থেকে বেশ কিছু কম বলেও ওই বিশেষ প্রতিবেদনে উল্লেখ করে জার্মানির এই পক্ষী গবেষকের দল।

গবেষণায় প্রমাণিত সত্য

গবেষণায় প্রমাণিত সত্য

এই প্রসঙ্গে বলতে গিয়ে জার্মানির পক্ষী-বিদ্যা কেন্দ্র ম্যাক্স প্ল্যাঙ্কের অপর এক গবেষক হেনরিক ব্রুম বলেন, ‘আমাদের গবেষণা থেকে এটাই প্রমাণিত হয় যে শহুরে পরিবেশের মধ্যে অত্যধিক ট্র্যাফিকের আওয়াজ পাখির দেহের উপর বিশেষ প্রভাব ফেলে এবং তাদের বৃদ্ধিকেও তরান্বিত করে।'

English summary
The health of the birds deteriorated due to traffic noise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X