For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাংহাইয়ের অধ্যাপক বিশ্বকে সাহায্য করলেও চিন বন্ধ করে দেয় ল্যাব, দাবি হোয়াইট হাউজের

Google Oneindia Bengali News

উহান শহরে প্রথমবার করোনা ভাইরাস প্রকোপ দেখা দেওয়ার পর চিন সেই পরিস্থিতিকে ভুলভাবে চালনা করেছে বলে শুক্রবার জানানো হয়েছে হোয়াইট হাইসের পক্ষ থেকে। তবে এই এশিয়ান জায়ান্টের বিরুদ্ধে কোনও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করে জানা যায়নি।

চিনকে দোষারোপ

চিনকে দোষারোপ

গত বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে চিনের উহান শহরে এই মারণ করোনা ভাইরাস রোগটি দেখা দেয়, যার প্রভাবে ৬৪ হাজার আমেরিকান সহ বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ২,৩৫,০০০ মানুষের এবং সংক্রমিত হয়েছে ৩.‌৩ মিলিয়ন। চিনের ওপর এ বিষয়ে দায় চাপানোর তালিকায় প্রথমে আমেরিকা থাকলেও জার্মানি, ব্রিটেন ও অস্ট্রেলিয়া সহ বহু দেশই এই মহামারির জন্য চিনকেই দোষারোপ করেছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনকে শাস্ত দেওয়ার জন্য শুল্ক ব্যবহারের ইঙ্গিত দেন এবং তার পরদিনই শেয়ার বাজারে পতন দেখা দেয়।

চিনের ওপর অসন্তুষ্ট ট্রাম্প

চিনের ওপর অসন্তুষ্ট ট্রাম্প

নতুন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কালেইগ ম্যাকেনিকে তার প্রথম সংবাদ সম্মেলনের সময় জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘‌মার্কিন প্রেসিডেন্ট গতকাল জানিয়েছিলেন যে করোনা ভাইরাসের জন্য চিনকে শাস্তি দেওয়ার জন্য শুল্ক ব্যবহার করা হবে, এই প্রস্তাবের পরই শেয়ার বাজারে ধস নেমেছে। চিনে নতুন শুল্ক আরোপ করার বিষয়ে কি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে নাকি প্রেসিডেন্ট শুধু শুধুই এই কথাগুলি বলেছেন?‌'‌ ম্যাকেনি এ প্রসঙ্গে জানান, তিনি প্রেসিডেন্টের হয়ে কোনও ঘোষণা করবেন না তবে এটা সত্যি যে চিনের ওপর অসন্তুষ্ট হয়ে রয়েছেন প্রেসিডেন্ট। চিন যে ভুলভাবে পরিস্থিতি পরিচালনা করেছিল সেটা আর গোপন নয় কারোর কাছে। ম্যাকনি আরও বলেন, ‘‌আপনাদের জন্য কিছু উদাহরণ দিই। সাংহাইয়ের এক অধ্যাপক করোনার জেনেটিক সিকোয়েন্স আমাদের হাতে দেয় কিন্তু ততদিনেও চিন তা দিতে পারেনি। তার পরের দিনই তা সংশোধনের জন্য চিন তাদের ল্যাব বন্ধ করে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিন মানব সংক্রমণের তথ্য খুবই ধীরগতিতে দিয়েছিল এবং খুব গুরুত্বপূর্ণ সময়ে মার্কিন তদন্তকারীদের যেতে দেয়নি।'‌ তিনি আরও বলেন, ‘‌তাই আমরা চিনের পদক্ষেপ নিয়ে খুবই অসন্তুষ্ট রয়েছি, তবে প্রেসিডেন্টের এ ধরনের ঘোষণাও আমি ঠিক বুঝতে পারছি না, আবার প্রতিশোধ নেওয়ার বিষয়েও আমি প্রেসিডেন্টের সামনে আসব না।'‌

চিন আমেরিকাকে সন্দেহজনক তথ্য দিচ্ছে

চিন আমেরিকাকে সন্দেহজনক তথ্য দিচ্ছে

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন যে আমেরিকা চিনের পক্ষ থেকে খুবই ধীরগতিতে ও সন্দেহজনক তথ্য পাচ্ছে এবং বর্তমান মূল্যায়নগুলি ট্রাম্পের বক্তব্যকে ইঙ্গিত করে যে উহানের ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বৃহস্পতিবার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টালিজেন্স (‌ওডিএনআই)‌ এক বিবৃতিতে জানিয়েছে যে গোয়ন্দারা বৈজ্ঞানিকদের সঙ্গে একমত যে কোভিড-১৯ মনুষ্য সৃষ্ট নয় বা জিনগতভাবে সংশোধিত নয়। ম্যাকনে অভিযোগ তুলে জানিয়েছেন যে চিন যে মার্কিন গোয়েন্দাদের আসতে বাধা দিয়েছিল সে বিষয়ে কোনও গোপনীয়তা নেই, সকলেই জানে।

English summary
china misleading the situation, shanghai professor helped the world, china close the lab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X